শ্যারমান ওকসে সোমবার (১৩ জানুয়ারি) মধ্যরাতে বিবাদের জেরে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, রাত ৩টা ১৫ মিনিটে ম্যুরপার্ক স্ট্রিটের ১৪৬০০ ব্লকের কাছে বন্দুক হামলাটি হয়।
ঘটনাস্থলে এসে দায়িত্বরত কর্মকর্তারা গুলিতে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে। এরপরই ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং তাকে এখনও শনাক্ত করা যায়নি।
প্রাথমিক তথ্যে দেখা গেছে, দুই ব্যক্তির বিবাদের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেলে একপর্যায়ে একজন আরেকজনের উপর গুলি ছুঁড়ে বলে জানিয়েছে পুলিশ।
যে ব্যক্তি গুলি ছুঁড়েছে সে নিজেই পুলিশের কাছে কল দেয় এবং তাকে পুলিশি জিম্মায় নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ জানায়, তারা একে অপরকে কিভাবে চেনে সেটি জানা যায়নি। তবে তারা একই অ্যাপার্টমেন্ট ভবনে বাস করে থাকেন।
এই ঘটনার সাথে অন্য কাউকে জড়িত পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম