লস এঞ্জেলেস

সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, আটক শেরিফ ডেপুটি

সাউথ গেটে সড়ক দুর্ঘটনায় ১২ বছর বয়েসী কিশোরের মৃত্যুর অভিযোগে লস এঞ্জেলেস কাউন্টি শেরিফের এক ডেপুটিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, ২০২১ সালের নভেম্বরের ৩ তারিখ সড়ক দুর্ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগে রিকার্ডো ক্যাস্ট্রো (২৮) নামের এক ডেপুটিকে আটক করা হয়েছে। তার জামিনের জন্য ২ মিলিয়ন ডলারের বেশি বেল ধার্য্য করা হয়। সান জুয়ান অ্যাভিনিউ অ্যান্ড ফায়ারস্ট বুলেভার্দে এই দুর্ঘটনা হয়। এ সময় ১২ বছর বয়েসী ইসাইয়াহ রদ্রিগেজ যাত্রী সিটে ছিল। এই দুর্ঘটনায় তার ১৯ বছর বয়েসী বোনও আহত হয়। দুর্ঘটনার সময় ডেপুটি ক্যাস্ট্রো অফ ডিউটি অবস্থায় ছিল। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি পিকআপ ট্রাক ওই গাড়িকে ধাক্কা দেয়। দুর্ঘটনার জন্য অতিরিক্ত গতি দায়ী ছিল বলে জানায় কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর ছেলেটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বোনের বেশ কিছু হাড় ভাঙ্গলেও তাকে চিকিৎসার পর হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দিয়ে দেয়। বুধবার এই মামলার প্রসঙ্গে সাউথ গেট পুলিশ এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। এলএবাংলাটাইমস/ওএম