লস এঞ্জেলেস

ডিজনিল্যান্ড পার্কিং থেকে নিচে পরে নারীর মৃত্যু

ডিজনিল্যান্ড রিসোর্টের পার্কিং থেকে নিচে পরে শনিবার (১৮ জানুয়ারি) এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এনাহেইম পুলিশ। পুলিশ জানায়, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তাদের কাছে রিপোর্ট আসে যে মিকি অ্যান্ড ফ্রেন্ডস পার্কিং গ্যারেজে থেকে কেউ একজন ঝাঁপ দিয়েছে বা দুর্ঘটনাবশত পরে গেছে। ঘটনাস্থলে পৌঁছে এক নারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এবং প্যারামেডিক্স পৌঁছানো না পর্যন্ত প্রাথমিক চিকিৎসা চালিয়ে যায়। কর্তৃপক্ষ জানায়, ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এর বেশি বৃত্তান্ত প্রকাশ করা হয়নি। এলএবাংলাটাইমস/ওএম