লস এঞ্জেলেস

৩১ মার্চ থেকে উঠে যাচ্ছে কোভিড ইমার্জেন্সি

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) শেষ হয়েছে ক্যালিফোর্নিয়ার করোনা সংক্রান্ত জরুরি অবস্থা। তবে এতে জনসাধারণের উপর তেমন প্রভাব পড়বে না। প্রায় তিন বছর আগে গভর্নর গেভিন নিউসাম করোনা সংক্রান্ত পাবলিক হেলথ ইমার্জেন্সি জারি করেন। এরপর থেকে নিউসাম বেশিরভাগ করোনা বিধিনিষেধ তুলে নেন। মাস্ক ব্যবহার, সৈকত বন্ধ করে দেওয়া এবং ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নীতিমালা তুলে নেওয়া হয়। এদিকে, লস এঞ্জেলেস কাউন্টি বোর্ড অব সুপারভাইজর্স এক মিটিং এ মঙ্গলবার সিদ্ধান্তে পৌঁছান যে, মার্চের ৩১ তারিখ থেকে কাউন্টিতে করোনাভাইরাস ইমার্জেন্সি তুলে নেওয়া হবে। তবে এতে ভাইরাস থেকে ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই এমন মনে করা যাবে না। সুপারভাইজর হিল্ডা সোলিস জানান, করোনা এখনও আমাদের সাথে রয়েছে। যেসব সতর্কতা পালন করে লস এঞ্জেলেস আজ এই অবস্থায়, সেটি মেনে চলতে হবে। এছাড়া টিকার কার্যকারিতা এবং করোনা পরীক্ষার প্রক্রিয়া সহজ হওয়ায় আমাদের পরবর্তী ধাপে যেতেই হবে। এলএবাংলাটাইমস/ওএম