সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় শুরু হয়েছে তৃতীয় ধাপের বৃষ্টি এবং তুষারপাত। বুধবার (০১ মার্চ) পর্যন্ত বৃষ্টিপাত ঝরবে বলে দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে।
বুধবার রাত ১০টা পর্যন্ত লস এঞ্জেলেস, রিভারসাইড এবং স্যান বার্নার্ডিনো কাউন্টিতে উইন্টার স্ট্রম ওয়ার্নিং জারি করা হয়েছে।
এদিকে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকায় লস এঞ্জেলেস কাউন্টি উপকূল এবং উপকূলীয় উপত্যকায় রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত বন্যা সতর্কতা বা ফ্লাড অ্যাডভাইজরি জারি করা হয়েছে। মঙ্গলবার রাতে বৃষ্টিপাতের পরিমাণ আরও অনেক বেড়ে যাবে, প্রতি ঘণ্টায় তিন ইঞ্চি পরিমাণ বৃষ্টিপাত ঝরবে বলে দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে।
কোস্টাল এবং ভ্যালি অঞ্চলে দশমিক ২৫ থেকে দশমিক ৭৫ ইঞ্চি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। পাহাড়ি অঞ্চলে এবং পাহাড়ের পাদদেশে বৃষ্টিপাতের পরিমাণ হবে ১ থেকে ২ ইঞ্চি।
৪ হাজার বা এর বেশি ফুট উচ্চতায় ৬ থেকে ১২ ইঞ্চি পরিমাণ তুষারপাত হতে পারে। আর ২ হাজার থেকে ৩ হাজার ৫০০ ফুট উচ্চতার ক্ষেত্রে বাতাসসহ ৪ ইঞ্চি পরিমাণ তুষার ঝরতে পারে। তুষারপাতে ৫ ফ্রিওয়ে থেকে গ্রেপভাইন অঞ্চলে সড়ক চলাচল ব্যহত হতে পারে।
দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কোল্ড ওয়েদার অ্যালার্ট অথবা শৈত্যপ্রবাহ সতর্কতা জারি করেছে। বেশিরভাগ অঞ্চলেই তাপমাত্রা প্রচণ্ড কমে আসবে।
বৃহস্পতিবার থেকে আবহাওয়া কিছুটা উষ্ণ হওয়া শুরু করে শনিবার পর্যন্ত চলবে।
এলএবাংলাটাইমস/ওএম