লস এঞ্জেলেস

ভারি তুষারে ঢেকে গেছে ইয়োসেমাইট পার্ক

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় চলমান উইন্টার স্ট্রমে বিখ্যাত ইয়োসেমাইট পার্ক যেনো আমূল বদলে গেছে। পার্কের বেশ কিছু অঞ্চল ঢেকে গেছে পুরো তুষারে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) পার্ক কর্তৃপক্ষ একটি ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে পার্কের কাঠামো ভারি তুষারে পুরোপুরি ঢেকে আছে। আরেকটি ছবিতে দেখা গেছে ভবনের দরজা তুষারে পুরোপুরি আটকে আছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পার্কের বিভিন্ন অঞ্চল ১৫ ফিট পর্যন্ত ভারি তুষারে পুরোপুরি ঢেকে গেছে। শনিবার বৈরি আবহাওয়ার প্রভাবে পার্ক বন্ধ করে রাখা হয়। পার্কের কর্মীরা দর্শনার্থী ফিরিয়ে আনতে কাজ করছে। তবে কবে নাগাদ পার্ক খুলে দেওয়া সম্ভব হবে, তার তারিখ জানানো সম্ভব হয়নি। এলএবাংলাটাইমস/ওএম