লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে জরুরি অবস্থা জারি

চলমান বৈরি আবহাওয়া বিপর্যস্ত বাসিন্দাদের সাহায্যার্থে বুধবার (০১ মার্চ) লস এঞ্জেলেস ও স্যান বার্নার্ডিনো কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছে গভর্নর গেভিন নিউসাম। এছাড়া বেশকিছু কাউন্টিতে জরুরি সাহায্য ও রিলিফ পাঠানো হবে। সেগুলো হলো: অ্যামাডরর
কার্ন
লস এঞ্জেলেস
মাদেরা
ম্যারিপোসা
মোনো
নেভাদা
স্যান বার্নার্ডিনো
স্যান লুইজ অবিস্পো
সান্তা বারবারা
সিয়েরা
সোনোমা
টুলারে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গভর্নর স্টেট অপারেশনস সেন্টার চালু করে কাউন্টিভিত্তিক জরুরি সেবা কেন্দ্র চালু করেছেন। বিশেষকরে স্যান বার্নার্ডিনোতে জরুরি সাহায্য করা হচ্ছে। স্যান বার্নার্ডিনো কাউন্টিতে কিছু অঞ্চলে ৭ ফিট পর্যন্ত তুষার জমে গেছে। শেরিফ অফিস কর্তৃপক্ষ এখন পর্যন্ত ১৭টি উদ্ধার কার্যক্রম চালিয়েছে। জরুরি সেবাকর্মীরা বাসিন্দাদের সাহায্যার্থে সেবা দিয়ে যাচ্ছেন। এলএবাংলাটাইমস/ওএম