লস এঞ্জেলেস

স্টুডেন্ট লোন জালিয়াতির অভিযোগে আটক ৩ নারী

এক মিলিয়ন ডলার স্টুডেন্ট লোন জালিয়াতির দায়ে শুক্রবার (৩ মার্চ) ৩ নারীকে আটক করেছে পুলিশ। ইউএস অ্যাটর্নি অফিস জানিয়েছে, আটক ৩ নারীর একজন ল্যাংকাস্টারের নিশা রামজে (৪৩), আরেকজন তার বোন লাস ভেগাসের ডিয়োনে রামজে এবং তাদের আত্মীয় ল্যাংকাস্টারের ৬২ বছর বয়েসী শেরিন বার্নি। কর্তৃপক্ষ জানিয়েছে, এই তিন নারী ভুয়া পরিচয় ব্যবহার করে ৯ লাখ ৮০ হাজার ডলার স্টুডেন্ট লোন হাতিয়ে নিয়েছে। তারা যাদের পরিচয় ব্যবহার করেছেন তারা ক্যালিফোর্নিয়া কারাগারের বাসিন্দা। অরেঞ্জ কাউন্টি কমিউনিটি কলেজে ২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ভুয়া পরিচয় ও সোশ্যাল সিকিউরিটি নাম্বার ব্যবহার করে ভর্তি হয়। তারা ভুয়া শিক্ষার্থী সেজে ফেডারেল স্টুডেন্ট এইড (এফএএফএসএ) প্রোগ্রামের মাধ্যমে আবেদন করে এই স্টুডেন্ট লোনের আবেদন করে। কর্তৃপক্ষ জানিয়েছে, লোনের অর্থ তারা পড়াশুনা খাতে খরচ না করে নিজেদের ব্যক্তিগত অ্যাকাউন্টে নিয়ে নেয় ও নিজেদের জন্য খরচ করে। আটক তিনজনের বিরুদ্ধেই অর্থ এবং ব্যাংক জালিয়াতির অভিযোগ দায়ের করা হয়েছে। আদালতের নথি অনুসারে জানা গেছে, তারা নিজেদের নির্দোষ দাবি করেছেন। যদি আদালতে তাদের অভিযোগ প্রমাণিত হয় তবে প্রতিটি অপরাধের জন্য ৩০ বছর করে কারাবাস হবে তাদের। এলএবাংলাটাইমস/ওএম