ডাউনটাউন লস এঞ্জেলেসের সড়কে সংঘর্ষের সময় ছুরিকাঘাতে একাধিক ব্যক্তি আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
শনিবার (৪ মার্চ) মধ্যরাত ২টা ৩০ মিনিটের দিকে এই বিবাদ ছড়িয়ে যায়। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, সেভেনথ স্ট্রিট অ্যান্ড ব্রডওয়েতে এই সংঘর্ষ হয়।
প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, আহতদের মধ্যে অন্তত দুজনকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আরেক ভিডিওতে দেখা গেছে সংঘর্ষের পর ছুরিকাঘাতে মুখমণ্ডলে একজন ব্যক্তি গুরুতর আঘাত পেয়েছে।
সড়কে এই সংঘর্ষের সূত্রপাত কিভাবে হয়েছে এবং ঠিক কতোজন এতে আহত হয়েছে, সেই তথ্য প্রকাশ করেনি দ্য লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট।
প্রাথমিকভাবে জানা গেছে এই সংঘর্ষের পর একজনকে আটক করেছে দ্য লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট। তবে পুলিশ এই বিষয়টি নিশ্চিত করেনি।
এলএবাংলাটাইমস/ওএম