লস এঞ্জেলেস

পিকো রিভেরা থেকে নিখোঁজ কিশোর, খুঁজছে পরিবার

পিকো রিভেরা থেকে সোমবার (৬ মার্চ) ১৬ বছর বয়সী একটি ছেলে নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট জানিয়েছে, নিখোঁজ ছেলেটির নাম জ্যাক অ্যাডিসন ম্যাককোরমিক। কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যাককোরমিককে সর্বশেষ পিকো রিভেরার ৯৩০০ ব্লকের বারতোলো অ্যাভিনিউ- এ দেখা গেছে। নিখোঁজ ম্যাককোরমেকের উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি, ওজন ১২৫ পাউন্ড। তার সোনালি চুল কাঁধ পর্যন্ত ছড়ানো, চোখের রং সবুজ এবং তার দাঁতে ক্লিপ লাগানো রয়েছে। একটি সাদা রং এর ডজ ক্যারাভাব মিনিভ্যানে তাকে সর্বশেষ দেখা যায়। ক্যালিফোর্নিয়ার লাইসেন্স প্লেট নাম্বার 7CWX767। ম্যাককোরমেকের পরিবার তার নিরাপত্তা নিয়ে চিন্তিত রয়েছে। তার পালিয়ে যাওয়ার পেছনে কোনো কারণ নেই বলে জানিয়েছে পরিবার। তার কোনো বিপদ হয়েছে বলে আশঙ্কা করছে স্বজনেরা। কারো কাছে নিখোঁজ ছেলেটির সম্পর্কে কোনো তথ্য থাকলে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের মিসিং পার্সন ইউনিটের 323-890-5500 নাম্বারে ফোন দিতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ক্রাইম স্টপার্স এর 800-222-8477 নাম্বারে ফোন দিতে অনুরোধ জানানো হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম