লস এঞ্জেলেস

এল এ বাংলাটাইমসের বিজ্ঞপ্তি

আগামী ১৯ ও ২০ শে  ডিসেম্বর ২০১৫ পৃথকভাবে লস এঞ্জেলেসের বিজয় দিবস উদযাপন করতে যাচ্ছে একাধিক সংগঠন বা গ্রুপ। এতে লস এঞ্জেলেসে বাংলাদেশী কমিউনিটির একতা প্রকাশ পায় না। বরং বিশৃঙ্খলা ও অনৈক্য প্রকাশ পায়। লস এঞ্জেলেসের ভবিষ্যৎ প্রজন্ম এসব বিরোধিতা ও পাল্টা বিরোধিতা শিখতেছে। তারা আমাদের সমাজ কে দেখছে দ্বিখন্ডিত। যা দুর্বলতারই নামান্তর। এই দুর্বলতা কমিউনিটির জন্য খুবই ক্ষতিকারক। এলএ বাংলাটাইমস চায় বাঙ্গালীর জাতীয় অনুষ্ঠান একত্রে পালন হোক।

এল এ বাংলাটাইমস কোন বিশেষ গ্রুপ কে ফলো করে না। লস এঞ্জেলেসে সকল প্রবাসী বাঙ্গালির মুখপাত্র হিসেবে কাজ করে এলএ বাংলাটাইমস। আমরা সকল পক্ষের সকল খবর কাভার করতে আগ্রহী । কারন আমরা একতায় বিশ্বাসী। বিভক্তিতে নয়। আমাদের আমন্ত্রণ জানানো হলে আমরা  ১৯ ও ২০ শে ডিসেম্বর অনুষ্ঠিতব্য বিজয় দিবসের উভয় অনুষ্ঠানের সংবাদ প্রচার করবো। আমাদের চোখে সবাই সমান। আমরা কাউকে বিশেষ সুবিধা দেই না।

এলএ বাংলাটাইমস কোন ব্যক্তি বা ছোট গোষ্ঠীর অনুসারী নয়। আমরা সকলের তরে সমান। প্রতিষ্ঠার শুরু থেকে আমরা সব সময় নিরপেক্ষ ভূমিকা রেখে এসেছি। এখনও আমরা নিরপেক্ষ রয়েছি , ভবিষ্যতেও থাকবো। আমরা চাই না কেউ আমাদের সাথে থাকতে সংকোচ বোধ করুক। আমার সবার জন্য উন্মুক্ত। এ বিষয়ে কোন সন্দেহ থাকা উচিত নয়। এলএ বাংলাটাইমস সবাই কে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানায়। কারন এতে সকল প্রবাসীর জন্য মঙ্গল বয়ে আসবে। সবাই এলএ বাংলাটাইমসের সাথে থাকুন । ধন্যবাদ।