লস এঞ্জেলেস

বিগ আইল্যান্ডে হাঙরের আক্রমণে আহত ১

হাওয়াই এর বিগ আইল্যান্ডে হাঙরের আক্রমণে ৬০ বছর বয়সী এক ব্যক্তি আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। কর্তৃপক্ষ জানায়, হাঙরের আক্রমণে ওই ব্যক্তির বাম হাত এবং বাম পায়ের নিচের অংশ আঘাতপ্রাপ্ত হয়েছে। আনাএহোমালু বে থেকে ২০০ ইয়ার্ড দূরত্বের পানিতে হাঙরটি ওই ব্যক্তিকে আক্রমণ করে। তবে ওই ব্যক্তি সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। পরে উদ্ধারকর্মীরা প্রাথমিক চিকিৎসার পর তাকে হাসপাতালে নিয়ে যায়। আহত ব্যক্তি বর্তমানে নর্থ হাওয়াই হাসপাতালে ভর্তি আছেন। তবে কোন জাতের এবং কতো বড় হাঙর আক্রমণ করেছিল তা জানা যায়নি। এলএবাংলাটাইমস/ওএম