লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় বুধবারেও অব্যাহত থাকবে বৃষ্টিপাত

প্যাসিফিক স্ট্রমের প্রভাবে মঙ্গলবার (২১ মার্চ) সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বিভিন্ন অঞ্চলে ২ ইঞ্চির অধিক বৃষ্টিপাত হয়েছে। বুধবারেও বৃষ্টি এবং তুষারপাত অব্যাহত থাকবে। মঙ্গলবার রাত ৮টার পর ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) লস এঞ্জেলেস কাউন্টি এবং সেন্ট্রাল ভেনচুরা কাউন্টিতে টর্নেডো ওয়ার্নিং জারি করেছে। সংস্থাটি জানায়, ৮টার পর মারাত্মক বজ্রপাত যা টর্নেডোয় রূপ নিতে পারে, সেটি মুগু স্টেট পার্কের দিকে অবস্থান করে নর্থইস্ট এর দিকে ঘণ্টায় ৩৫ কিলোমিটার বেগে ধেয়ে আসছে। বুধবার রাত ৮টা ৩০ মিনিটের দিকে এই সতর্কতা শেষ হবে। আবহাওয়াবিদেরা জানান, যেই ঝড়ের কারণে টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে সেটি ধীরে ধীরে শক্তি হারিয়ে তীব্রতা কমিয়েছে এবং টর্নেডোর সম্ভাবনা অনেকটাই কেটে গেছে। তবে এখনও কিছু কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাতের দিকে বৃষ্টি কিছুটা কম আসবে তবে বুধবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে বৃহস্পতিবার নাগাদ আকাশ পরিষ্কার হয়ে যাবে। বুধবার বিকাল পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে বন্যা সতর্কতা জারি করা হয়েছে এবং মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত ঝড়ো বাতাস সতর্কতা জারি করা হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম