লস এঞ্জেলেস

মন্টেবেলোতে আচমকা টর্নেডো, আহত কমপক্ষে ১

মন্টেবেলোতে বুধবার (২২ মার্চ) সকালে আছড়ে পড়েছে টর্নেডো। এতে একাধিক বানিজ্যিক ভবনের ছাদ উড়ে গেছে, কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন আহত হয়েছেন। টর্নেডোতে বেশকিছু ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় সেগুলো খালি করে দেওয়া হয়েছে। কেউ ক্ষতিগ্রস্ত ভবনে আটকে গেছে কী না, তার খোঁজ করতে আরবান সার্চ অ্যান্ড রেসকিউ টিম কাজ করছে। দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, সকাল ১১টা ২০ মিনিটের দিকে মন্টেবেলোতে টর্নেডো নেমে আসে। EF- 1 টর্নেডোটি দুই থেকে তিন মিনিট পর্যন্ত মাটিতে স্থায়ী ছিল এবং বাতাস বয়ে গেছে ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে। মন্টেবেলো ফায়ার কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টিতে শুধুমাত্র এক ব্যক্তি আহত হয়েছেন। আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিদর্শকরা ওই অঞ্চলের ১৭টি ভবন নিরীক্ষণ করে জানায় যে ১১টি ভবন ঝুঁকিতে রয়েছে। এগুলোতে লাল সতর্কতা জারি করা হয়েছে। সাউথ ভেইল অ্যাভিনিউ এর ১২০০ ব্লকের কাছে টর্নেডোটি আঘাত হানে। এতে বেশকিছু ভবনের ছাদ ধসে গেছে এবং কিছু ছাদ গর্ত হয়ে গেছে। এছাড়া গ্যাস এবং বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্যাস এবং ইলেট্রিক কোম্পানিকে ডেকে আনা হয়। এলএবাংলাটাইমস/ওএম