লস এঞ্জেলেস

বৃহস্পতিবার থেকে পরিষ্কার হবে ক্যালিফোর্নিয়ার আকাশ

টানা দুইদিন অবিরত বৃষ্টির পর বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে পরিষ্কার হতে যাচ্ছে সাউদার্ন ক্যালিফোর্নিয়ার আকাশ। টানা কয়েকদিন এই আবহাওয়া অব্যাহত থাকবে। তবে এর পরের সপ্তাহের মঙ্গলবার বা বুধবার থেকে আবারও বৃষ্টিপাত শুরু হবে। বৃহস্পতিবার লস এঞ্জেলেস এবং অরেঞ্জ কাউন্টিতে দিনের বেশি সময়েই আকাশ পরিষ্কার থাকবে। অরেঞ্জ কাউন্টিতে সকাল বেলা বৃষ্টি হতে পারে তবে সেটি খুব বেশি পরিমাণ ঝরবে না। এরপরই আকাশ পরিষ্কার হয়ে রোদের দেখা মিলবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৬০ ডিগ্রি, রাতে কমে নেমে আসবে ৪৮ ডিগ্রিতে। বৃহস্পতিবার উপত্যকা অঞ্চল এবং ইনল্যান্ড এম্পায়ারেও এই আবহাওয়া বিরাজ করবে। তাপমাত্রা সর্বোচ্চ থাকবে ৬৫ ডিগ্রি এবং সর্বনিম্ন হবে ৩৯ ডিগ্রি। সৈকতে ৪ ফিট উচ্চতার ঢেউ বয়ে যেতে পারে এবং তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৬১ ডিগ্রি, সর্বনিম্ন থাকবে ৪৮ ডিগ্রি। পাহাড়ি অঞ্চলে রোদ উঠলেও আবহাওয়া শীতল থাকবে। দিনে তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৯ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৮ ডিগ্রি। মরুভূমি অঞ্চলে বেশিরভাগ সময় রোদ থাকবে। তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৫৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ৩৭ ডিগ্রি। এলএবাংলাটাইমস/ওএম