লস এঞ্জেলেস

অবশেষে ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে ডিস্ট্রিক্ট ও ওয়ার্কার্স

লস এঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট সার্ভিস ওয়ার্কার্স ইউনিয়নের সাথে ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছেন লস এঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট কর্মকর্তারা। এর আগে টানা তিনদিন বেতন-ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে ধর্মঘট পালন করেন প্রায় ৩০ হাজার কর্মীদের এই সংগঠন। অবশেষে শুক্রবার (২৪ মার্চ) বেতন-ভাতা বৃদ্ধি বিষয়ে সমঝোতা করেছে ওয়ার্কার্স ইউনিয়ন ও ডিস্ট্রিক্ট। তবে এই চুক্তি বাস্তবায়ন হতে সার্ভিস অ্যামপ্লোয়িস ইন্টারন্যাশনাল ইউনিয়ন লোকাল ৯৯ মেম্বার্স (এসইআইইউ) ও লস এঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট (এলএইউএসডি) বোর্ডের অনুমোদন প্রয়োজন হবে। নতুন চুক্তিটি অনুমোদন পেলে ২০২০ সালের ১ জুলাই থেকে ২০২৪ সালের জুনের ৩০ তারিখ পর্যন্ত এর কার্যকারিতা বহাল থাকবে। ১/ ২০২১ সালের ১ জুলাই থেকে পূর্ববর্তী বেতনের ৬ শতাংশ বৃদ্ধি। ২/ ২০২২ সালের ১ জুলাই থেকে পূর্ববর্তী বেতনের ৭ শতাংশ বৃদ্ধি। ৩/ ২০২৩ সালের ১ জুলাই থেকে পূর্ববর্তী বেতনের ৭ শতাংশ বৃদ্ধি। ৪/ ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ঘণ্টাপ্রতি বেতন ২ শতাংশ বৃদ্ধি করা। ৫/ ২০২০-২১ শিক্ষাবর্ষে যারা ডিস্ট্রিক্ট এর অধীনে ছিলেন তাদের ১ হাজার ডলার এপ্রিসিয়েশন বোনাস প্রদান। এই চুক্তির আওতায় এলএইউএসডি কর্মীদের বেতন ঘণ্টাপ্রতি ২২ দশমিক ৫২ ডলারে উন্নিত করা হয়েছে। এছাড়া চার ঘণ্টা বা এর বেশি সময় কাজ করা খন্ডকালীন কর্মীরাও হেলথ বেনিফিট পাবেন ও পোষ্য থাকলে তারাও সুবিধা পাবেন। এলএবাংলাটাইমস/ওএম