লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে আবারও শুরু হবে বৃষ্টিপাত

লস এঞ্জেলেসে আবারও টানা বৃষ্টিপাত শুরু হবে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস লস এঞ্জেলেস অফিস। আবহাওয়াবিদেরা জানান, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত লস এঞ্জেলেসের আকাশ পরিষ্কার থাকবে। তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৫০ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াস। লস এঞ্জেলেসের আবহাওয়া অফিস জানায়, আরেকটি প্যাসিফিক স্ট্রম সিস্টেমের প্রভাবে সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত হবে এবং পাহাড়ি অঞ্চলে তুষারপাত হবে। এনডব্লিউএস জানায়, সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত লস এঞ্জেলেস মেট্রোতে আধ ইঞ্চি থেকে দুই ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হবে। এছাড়া চার হাজার ফিট উচ্চতার পাহাড়ি অঞ্চলে ৬ থেকে ১২ ইঞ্চি পর্যন্ত সম্ভাব্য তুষারপাত হবে। বৃষ্টিপাত ও তুষারপাতের পাশাপাশি মঙ্গলবার থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত ভারি উত্তরীয় হাওয়া বয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এলএবাংলাটাইমস/ওএম