লস এঞ্জেলেস

নয়টি গাড়ির সংঘর্ষে ১ জনের মৃত্যু, আহত আরও ৮

লং বিচে মঙ্গলবার (২৮ মার্চ) রাতে নয়টি গাড়ির মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে এবং আরও আটজন আহত হয়েছেন। লং বিচ পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন এক চালক পুলিশের ধাওয়া খেয়ে দুর্ঘটনার সূত্রপাত ঘটায়। ফিফথ অ্যান্ড ম্যারিনা সড়কের দিকে পুলিশ সন্দেহের বশে এক চালককে থামতে বলে কিন্তু চালক গাড়ি না থামিয়ে গতি বাড়িয়ে প্যাসিফিক কোস্ট হাইওয়ের দিকে পালিয়ে যায়। পরে পুলিশ গাড়িটিকে ধাওয়া করে। কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশের ধাওয়া খেয়ে ইস্ট প্যাসিফিক কোস্ট হাইওয়ে অ্যান্ড সেকেন্ড স্ট্রিটের ইন্টারসেকশনে রাত ৮টা ১৫ মিনিটে গাড়িটি নিয়স্ত্রণ হারিয়ে অন্য কিছু গাড়ির উপর আছড়ে পড়ে। এতে অন্যান্য গাড়িও নিয়ন্ত্রণ হারায় এবং আরও আটটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজনের মৃত্যু হয়েছে এবং আরও ৮ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করে কর্তৃপক্ষ। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনার পর গাড়িগুলো বিভিন্ন দিকে ভেঙ্গেচুরে ছড়িয়ে-ছিটিয়ে যায়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর সন্দেহজনক চালক দৌঁড়ে পালাতে চাইলেও পুলিশ তাকে আটক করে নিজেদের জিম্মায় নেয়। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন চালকের গাড়িতে এক নারী ও একটি শিশু ছিল। দুর্ঘটনায় ওই নারী আহত হলেও শিশুটি অক্ষত ছিল। দুর্ঘটনার পর পুলিশ গাড়িতে আটকে যাওয়াদের উদ্ধার করে। তবে এখন পর্যন্ত সন্দেহভাজন চালক ও হতাহতদের নাম বা ঠিকানা প্রকাশ করেনি পুলিশ। এলএবাংলাটাইমস/ওএম