লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে প্রথমবারের মতো শনাক্ত অ্যান্টিবায়োটিক-রেসিসটেন্ট ব্যাকটেরিয়া

লস এঞ্জেলেস কাউন্টিতে প্রথমবারের মতো শনাক্ত হয়েছে এক ধরণের অ্যান্টিবায়োটিক-রেসিসটেন্ট ব্যাকটেরিয়া। বিশেষজ্ঞরা বলছেন, এই ব্যাকটেরিয়া খুব দ্রুত ছড়াতে পারে ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে যাদের ইমিউন সিস্টেম দূর্বল তারা এই ব্যাকটেরিয়ায় বেশি ভুগবে। এই সুপার ব্যাকটেরিয়াটি লস এঞ্জেলেসের দুইটি জলাশয়ের পানি থেকে শনাক্ত করেছেন ইউএসসি প্রফেসর অ্যাডাম স্মিথ এবং তার দল। লস এঞ্জেলেসের অন্যতম দুইটি বৃহৎ জলাশয় প্লায়া ডেল রে'র হাইপেরিওন ওয়াটার রিক্লেইমেশন প্লান্ট এবং ক্যারসনের জয়েন্ট ওয়াটার পল্যুশন প্লান্ট এর পানি থেকে এই ব্যাকটেরিয়া শনাক্ত করা হয়েছে। এই ব্যাকটেরিয়া ও এর সম্পৃক্ত জিন রেন্ডার্স কোলিস্টিন মূলত অ্যান্টিবায়োটিক দিয়েও অকার্যকর হয় না। কোলিস্টিনের ফলে মারাত্মক ধরণের সংক্রমণ সৃষ্টি হতে পারে এবং সচরাচর এর চিকিৎসা কার্যকর হয় না। পেনিসিলিনের মতো অ্যান্টিবায়োটিক অকার্যকর এই ব্যাকটেরিয়ার কাছে। স্মিথ জানিয়েছেন, এই স্বতন্ত্র ধরণের অ্যান্টিবায়োটিক-রেসিসটেন্ট জিন বিশ্বের অনেক স্থানে শনাক্ত হলেও লস এঞ্জেলেসে এটি প্রথমবারের মতো শনাক্ত হয়েছে। তিনি জানান, ওয়েস্টওয়াটার নিরীক্ষণের মাধ্যমে গণস্বাস্থ্যের বিষয়টি নিশ্চিত হওয়া যায় এবং এজন্যই নিয়মিত পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যাওয়া উচিত। স্মিথ আরও জানান, আমাদের ওয়েস্টওয়াটার ট্রিটমেন্ট প্লান্টস নিয়ে ভাবতে হবে এবং কীভাবে অ্যান্টিবায়োটিক রেসিসটেন্ট ডিজাইন করলে এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর হবে ও এটি পরিবেশে ছড়িয়ে যাবে না, সেদিকে খেয়াল রাখতে হবে। এলএবাংলাটাইমস/ওএম