লস এঞ্জেলেস

গাছ থেকে আগুন ভবনে, উচ্ছেদ কমপক্ষে ৩৭ বাসিন্দা

ওয়েস্টলেক এরিয়াতে বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাতে একটি বড় গাছ থেকে আগুন পার্শ্ববর্তী অ্যাপার্টমেন্ট ভবনে ছড়িয়েছে, এতে উচ্ছেদ হয়েছেন কমপক্ষে ৩৭ জন বাসিন্দা। দ্য লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, রাত ৮টার দিকে ডব্লিউ ক্যামব্রিয়া স্ট্রিটের ১৫০০ ব্লকের কাছে এই আগুনের সূত্রপাত ঘটে। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, একটি অ্যাটিক গাছে আগুন লেগে সেটি পার্শ্ববর্তী ভবনের টপ ফ্লোরে ছড়িয়ে যায়। আগুন নিয়ন্ত্রণকারী দল ঘটনাস্থলে এসে পুরো ভবনে আগুন ছড়িয়ে যাওয়া থেকে রক্ষা করে। লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, আগুন সম্পূর্ণ নেভাতে ৭৪ জন দমকলকর্মীর ৪৫ মিনিট সময় লেগে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৭ জন উচ্ছেদ হয়েছে তবে কেউ হতাহত হয়নি। ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, অগ্নিকাণ্ডের পর একজন ব্যক্তিকে হাতকড়া পড়িয়ে নিয়ে যাচ্ছে পুলিশ তবে ঘটনার সাথে সম্পৃক্ততা জানা যায়নি। আগুনের সূত্রপাত নিয়ে তদন্ত চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এলএবাংলাটাইমস/ওএম