লস এঞ্জেলেস

গাড়ি আর মোটরসাইকেল রেস: দুর্ঘটনায় মৃত ২

ইস্টার সানডের রাতে একাধিক গাড়ির মধ্যে সংঘর্ষে একজন মোটরসাইকেল আরোহী ও ৭০ বছর বয়সী এক পথচারীর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল ও গাড়ির মধ্যে রেস চলছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যাগনোলিয়া অ্যান্ড ফ্লাওয়ার অ্যাভিনিউ এর কাছে সকাল ৯টায় দুর্ঘটনার পর হতাহত হয় দুইজন। ফুলারটন পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, ঘটনাস্থলে অফিসাররা পৌঁছে একটি অডি সেডান, টয়োটা সিয়েনা মিনিভ্যান ও একটি ইয়ামাহা আরসিক্স মোটরসাইকেলকে বিধ্বস্ত অবস্থায় উদ্ধার করে। ঘটনাস্থলেই ৭০ বয়স বয়সী পথচারী বৃদ্ধার মৃত্যু হয়। এছাড়া মোটরসাইকেল চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু ঘটে। পুলিশ জানায়, অরেঞ্জথ্রোপ থেকে দ্রুতগতিতে ম্যাগনোলিয়া যাচ্ছিল অডি ও মোটরসাইকেলটি। এসময় ফ্লাওয়ার থেকে সাউথবাউন্ড ম্যাগনোলিয়ার দিকে একটি মিনিভ্যান টার্ন নিলে গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, মোটরসাইকেলটি ভ্যানের রেয়ার প্যাসেঞ্জার সাইডে ধাক্কা দেয় এবং এতে ৩৫ বছর বয়সী মোটরসাইকেল আরোহী ছিটকে রাস্তায় পড়ে যায়। আর অডি গাড়িটি ভ্যানের ফ্রন্ট প্যাসেঞ্জার সাউডে ধাক্কা দেয় ও সড়কের পাশের এক পথচারীকে ধাক্কা দেয়। ভ্যানকে ধাক্কা দেওয়ার পরেও অডি গাড়ি চলতে থাকে এবং একটি বাড়ির কাছের টেলিফোন পুলে ধাক্কা দেয়। এতে গ্যাস লিকও শুরু হয়। গ্যাস লিক শুরু হলে বাসিন্দারা অন্যত্র সরে যায় এবং বেশ খানিকক্ষণ চেষ্টার পর গ্যাস লিক বন্ধ করা হলে বাসিন্দারা সেখানে ফিরে আসে। মিনিভ্যানের চালক এবং এতে থাকা ১৫ বছর বয়সী কিশোরকে মৃদু আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আর অডি গাড়ির চালক পিঠে সামান্য ব্যথা পেয়েছে। পুলিশ জানায়, দুর্ঘটনার তদন্ত চলছে। তবে মাদক বা অ্যালকোহলজনিত কারণে দুর্ঘটনাটি হয়নি বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কারো কাছে দুর্ঘটনা সম্পর্কিত কোনো তথ্য থাকলে ফুলারটন পুলিশ ট্রাফিক অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেটরের (714) 738-6815 নাম্বারে কল দিতে অনুরোধ জানানো হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম