লস এঞ্জেলেস

কোরিয়াটাউনে ডাকাতির চেষ্টাকালে গুলিতে তরুণের মৃত্যু

কোরিয়াটাউনে ডাকাতির কবলে পড়ে গুলিতে ১৭ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়েছে। লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, রাত ১০টা ৩০ মিনিটের দিকে বেরেনডো স্ট্রিট অ্যান্ড নিউ হ্যাম্পশায়ার অ্যাভিনিউ এর সেভেনথ স্ট্রিটের কাছে এই বন্দুক হামলাটি হয়। দুর্বৃত্তের গুলিতে মৃত তরুণের নাম ডিলান রামিরেজ। সে লস এঞ্জেলেসের বাসিন্দা। অত্র এলাকায় সে বেশ পরিচিত মুখ ছিল এবং হাইস্কুল শেষ করে সে ইলেক্ট্রিশিয়ান হতে চেয়েছিল। মৃতের ভাই আলেজান্দ্রো ক্যাস্ট্রো জানান, পরিবারে পিতা না থাকায় সে ভাইকে দেখাশুনা করতো। তার ভাই এর অনেক পরিকল্পনা ছিল। পুলিশ জানায়, রাতে রামিরেজ বন্ধুদের সাথে গাড়িতে বসেছিল। এ সময় বন্দুক নিয়ে আরেক ব্যক্তি ঘটনাস্থলে আসে ও তাদের লুট কর‍তে চায়। তবে তারা ওই ব্যক্তিকে তাদের জিনিসপত্র দিতে অস্বীকার করলে সে ১৭ বছর বয়সী রামিরেজের মাথায় গুলি করে পালিয়ে যায়। গাড়িতে বসে থাকা বন্ধুরা তৎক্ষনাৎ তাকে নিয়ে হাসপাতালে যাওয়ার চেষ্টা করে। এ সময় ওয়েস্ট অলিম্পিক বুলেভার্দের কাছে পুলিশ গাড়িটি থামায়। গুলিবিদ্ধ রামিরেজকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় অভিযুক্ত এখনও পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে। রামিরেজের শেষকৃত্যের খরচ যোগাতে গোফাণ্ডমি পেইজ খুলেছে তার পরিবার। এলএবাংলাটাইমস/ওএম