লস এঞ্জেলেস

হলিউড ওয়াক অব ফেমের কাছে বন্দুক হামলায় আহত ১

হলিউড বুলেভার্দ অ্যান্ড হাইল্যান্ড অ্যাভিনিউ এর কাছে শুক্রবার (১৪ এপ্রিল) রাতে গুলিতে একজন আহত হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত দুইজন পালিয়ে গেছে। তাদের খুঁজছে পুলিশ। পুলিশ জানিয়েছে, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে দর্শনার্থীদের ভীড়ে ঠাসা হলিউড ওয়াক অব ফেমের কাছে এই বন্দুক হামলাটি হয়েছে। লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট ঘটনাস্থলে এসে সাইডওয়াকে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। নিকটবর্তী টিসিএল চাইনিজ থিয়েটারে আয়োজিত টিসিএল ফিল্ম ফেস্টিভালে অংশ নিতে আসা দর্শনার্থীদের ভীড়ে এই হামলাটি চালানো হয়। সাথেসাথেই আগতদের নিরাপদ স্থানে অবস্থান নিতে অনুরোধ জানায় কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, তিন ব্যক্তির বিবাদের জেরে এই বন্দুক হামলার ঘটনাটি হয়েছে। লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের সার্জেন্ট ভিক্টর হুপার জানান, দুইজন পুরুষ ও একজন নারীর মধ্যে কথা কাটাকাটির সূত্রপাত হয়। এর একপর্যায়ে বন্দুক বের করে একজন মাথায় গুলি করে। এরপরই একজন পুরুষ এবং ওই নারী ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, গুলিতে আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওই ব্যক্তির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে ও মৃত্যুর আশঙ্কা কেটে গেছে। এলএবাংলাটাইমস/ওএম