লস এঞ্জেলেস

স্ট্রবেরি থেকে হেপাটাইটিস 'এ' ছড়াচ্ছে লস এঞ্জেলেসে!

হিমায়িত স্ট্রবেরি থেকে লস এঞ্জেলেস কাউন্টিতে ছড়াচ্ছে হেপাটাইটিস 'এ' এর জীবানু। সম্প্রতি স্বাস্থ্য কর্মকর্তারা জানান, লস এঞ্জেলেসের বিভিন্ন স্টোরে বিক্রি হওয়া হিমায়িত স্ট্রবেরি হেপাটাইটিস 'এ' ছড়ানোর মূল কারণ। লস এঞ্জেলেস কাউন্টি অব ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ সম্প্রতি হেপাটাইটিস এ এর আউটব্রেক শনাক্ত করেছে। ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) হিমায়িত স্ট্রবেরির বেশ কয়েকটি ব্র‍্যান্ডকে চিহ্নিত করেছে। এফডিএ জানায়, এই স্ট্রবেরিগুলোর পরিবেশক একই প্রতিষ্ঠান, যেটির ফার্ম বাজা ক্যালিফোর্নিয়া ম্যাক্সিকোতে অবস্থিত। কির্কল্যান্ড সিগন্যাচার, ট্রেডার জোস, সিম্পলি ন্যাচার, ভাইটাল চয়েজ, মেড উইথ এবং পিসিসি কমিউনিটি মার্কেটে বিভিন্ন মোড়কে এই স্ট্রবেরিগুলো বিক্রি হচ্ছিল। স্ট্রবেরি কেনার আগে গ্রাহকদের লট নাম্বার বা ইউনিভার্সাল প্রোডাক্ট কোডস (ইউপিসি) দেখে কেনার পরামর্শ দিয়েছে এফডিএ। এফডিএ জানায়, হেপাটাইটিস এ মূলত লিভার ইনফেকশন সৃষ্টি করে। এটি কোনো ব্যক্তি বা খাদ্যের সংস্পর্শে ছড়ায়। এটি টিকার মাধ্যমে প্রতিহত করা যায় এবং শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবার জন্যই এটি নির্দেশিত। মূলত সংক্রমিত হওয়ার দুই থেকে সাত সপ্তাহ পর হেপাটাইটিস এ এর লক্ষণ শরীরে প্রকাশ পায়। লক্ষণগুলো হলো: - চোখের স্কিন বা চোখ হলদে হয়ে যাবে।
- ক্ষুধামন্দা
- পেট খারাপ
- পেট ব্যথা
- কাশি বা বমি
- জ্বর
- কড়া রঙের প্রস্রাব বা মলের রং ফ্যাকাশে
- হাড়ের জোড়ায় ব্যথা
- ডাইরিয়া
- দূর্বল শরীর কর্তৃপক্ষ জানিয়েছে, হেপাটাইটিস এ তে সংক্রমিত হলেও সবার মধ্যে এর লক্ষণ প্রকাশ পাবে না। বিশেষ করে শিশুদের থেকে প্রাপ্তবয়স্কদের মধ্যে লক্ষণ বেশি প্রকাশ পাবে। এটি প্রাণঘাতী না হলেও অনেকসময় এটির কারণে হাসপাতালে ভর্তি হতে হয়। কিছু ক্ষেত্রে এটি লিভার অকেজো করে দেয় এবং এতে মৃত্যু হতে পারে। বৃদ্ধদের ক্ষেত্রে এই শঙ্কা বেশি করে কাজ করে এবং যাদের অন্য কোনো ধারাবাহিক অসুস্থতা আছে তাদেরও শঙ্কা আছে। এলএবাংলাটাইমস/ওএম