লস এঞ্জেলেস

প্রথমবারের মতো স্টেট অব দ্য সিটি এড্রেস করলেন মেয়র

লস এঞ্জেলেস মেয়র কারেন বেইজ সোমবার (১৭ এপ্রিল) রাতে প্রথমবারের মতো স্টেট অব দ্য সিটি ভাষণ রেখেছেন। এর মধ্যে তিনি বেশিরভাগ কথা বলেছেন গৃহহীন সমস্যা এবং পাবলিক সেফটি বা জন নিরাপত্তা নিয়ে। নতুন প্রস্তাবিত বাজেট ঘোষণার একদিন আগে তিনি এই স্টেট অব দ্য সিটি ভাষণ দেন। তিনি বলেন, আমি এই প্রশাসনে আছি ১২৭ দিন হয়েছে। আমাদের শহরটি যেমন দেখতে চাই এখন এর চেহারা তেমন না হলেও এটির উন্নতি হবে। সাউথল্যান্ডে অপরাধ, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং গৃহহীন সমস্যা নতুন মাত্রায় পৌঁছেছে। এজন্য নতুন প্রস্তাবিত বাজেটে জন নিরাপত্তা এবং আবাসন নতুন মাত্রায় পৌঁছেছে। বেইজ জানান, মেয়র হওয়ার আগে লস এঞ্জেলেসে ১৭ হাজার গৃহহীন থাকলেও ইতোমধ্যে অন্তত ১ হাজার বাসিন্দাকে অস্থায়ী আবাসনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টে আসন্ন বছরে আরও বেশি জনবল নিয়োগ দেওয়া হবে আশ্বাস প্রদান করেন কারেন বেইজ। সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনী, দমকল কর্মীদের মানসিক স্বাস্থ্য ইত্যাদি বিষয়েও সংস্কার করা হবে বলে জানান মেয়র। এলএবাংলাটাইমস/ওএম