লস এঞ্জেলেস

ভুল করে কলবেল চাপায় কৃষ্ণাঙ্গ কিশোরকে গুলি

মিজৌরিতে ভুল করে কলবেল চাপায় কৃষ্ণাঙ্গ এক কিশোরকে গুলি করায় ৮৫ বছরের শ্বেতাঙ্গ এক বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় আটকের এক দিন পরই ওই বৃদ্ধকে ছেড়ে দেওয়া হয়। এরপর এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে তাঁর বিরুদ্ধে গতকাল সোমবার ফৌজদারি অভিযোগ গঠন করা হলো। গত বৃহস্পতিবার রাতে ১৬ বছরের রালফ পল ইয়ার্লেকে দুবার গুলি করেন ওই বৃদ্ধ। একবার তার মাথায় গুলি লাগে। বন্ধুর বাসা থেকে যমজ ভাইকে নিতে গিয়েছিল রালফ। তবে ভুলে ওই বৃদ্ধের বাসায় কলবেল বাজায়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেফাজতে নেওয়ার ২৪ ঘণ্টা পর ওই বৃদ্ধকে ছেড়ে দেওয়া হয়। এ সময়ে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হয়নি। সপ্তাহজুড়েই এ ঘটনা নিয়ে সমালোচনা চলে। গতকাল ক্লে কাউন্টির কৌঁসুলি জেচারি থমসন বলেন, অ্যান্ড্রু লেস্টার নামের ওই বৃদ্ধকে গুরুতর অপরাধে অভিযুক্ত করা হয়েছে। হামলা ও সশস্ত্র অপরাধের অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁর জামিনের জন্য দুই লাখ ডলার নির্ধারণ করা হয়েছে। রালফের স্বজন ফেইথ স্পুনমুরে বলেছেন, তাঁর ভাতিজা খুবই মেধাবী শিক্ষার্থী। সে রাসায়নিক প্রকৌশলবিদ্যায় পড়াশোনা করতে চেয়েছিল। এলএবাংলাটাইমস/ওএম