থাউজেন্ড ওকসে ওয়ালমার্ট স্টোরের এক কর্মীকে ছুরিকাঘাত করে পালনোর সময় দুর্বৃত্তের গাড়ির চাপায় ১৫ বছর বয়সী কিশোরের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃত শিক্ষার্থী ওয়েস্টলেক হাই স্কুলের ছাত্র।
পুলিশের ধারণা, ছুরিকাঘাতের দায়ে অভিযুক্ত ২৪ বছর বয়সী অস্টিন ইজ ইচ্ছাকৃতভাবে ওই স্কুলের কিছু শিক্ষার্থীর উপর গাড়ি তুলে দেয়। এতে ওই কিশোরের মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে সিমি ভ্যালিতে এই ঘটনাটি হয়েছে। ওয়ালমার্টের একজন কর্মীকে ছুরিকাঘাত করে পুলিশ আসার আগেই ঘটনাস্থল ত্যাগ করে ইজ।
এরপর সে তার বাড়িতে যায় এবং সেখানেও স্বজনদের সাথে তার বিবাদ শুরু হয়। তবে সেখানে কোনো দুর্ঘটনা না ঘটালেও ভেনচুরা কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট অফিস সিমি ভ্যালি পুলিশ ডিপার্টমেন্টের কাছে ওয়েস্টলেক হাই স্কুলের দুর্ঘটনা সম্পর্কে অবহিত করে।
পরে সিমি ভ্যালি ঘটনাস্থলে যেয়ে জানতে পারে অস্টিন ইজ শিক্ষার্থীদের উপর গাড়ি তুলে দেয় এবং এতে ১৫ বছর বয়সী কিশোরের মৃত্যু হয়। তবে তার নাম-ঠিকানা তৎক্ষনাৎ জানা যায়নি।
গাড়ি চাপায় আরও তিন শিক্ষার্থী আহত হয়। এদের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর, বাকি দুইজনের অবস্থা স্থিতিশীল।
এই ঘটনায় অস্টিনকে আটক করে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম