লস এঞ্জেলেস

যুক্তরাষ্ট্রের সবচেয়ে দূষিত বায়ুর শহর লস এঞ্জেলেস

যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় স্থান করে নিয়েছে লস এঞ্জেলেস-লং বিচ মেট্রোপলিটন অঞ্চল। বৃহস্পতিবার (২০ এপ্রিল) আমেরিকান লাং অ্যাসোসিয়েশনের জরিপে এই ফলাফল উঠে এসেছে। বায়ুদূষণের দিক থেকে ইস্ট অঞ্চল থেকে ওয়েস্টার্ন অঞ্চলগুলো তালিকায় উপরের দিকে রয়েছে। দ্য লস এঞ্জেলেস-লং বিচ এরিয়া ২৪ বছরের মধ্যে ২৩ বারই সবচেয়ে দূষিত বায়ুর শহর হিসেবে তালিকার শীর্ষে রয়েছে। তবে জরিপ প্রতিষ্ঠান আমেরিকান লাং অ্যাসোসিয়েশন জানায়, গত বছরের থেকে এবছর বায়ূ দূষণের মাত্রায় কিছুটা উন্নতি হয়েছে। জরিপ অনুসারে, ৯৮ শতাংশ ক্যালিফোর্নিয়াবাসী অস্বাস্থ্যকর দূষিত বায়ূর অঞ্চলে বাস করে কিংবা অস্বাস্থ্যকর পার্টিকেল পল্যুশনভুক্ত এরিয়াতে বাস করে কিংবা আন্যুয়াল পার্টিকেল পল্যুশনভুক্ত লেভেলে বাস করে। ৪০ শতাংশ বাসিন্দা বাস করে যেখানে তিন ধরণের দূষণ রয়েছে, সেখানে। ক্যালিফোর্নিয়ার ছয়টি অঞ্চল দূষণের দিক থেকে তালিকার শীর্ষে অবস্থান করছেন। তালিকায় রয়েছে, ভিসালিয়া, বেকার্স্ফিল্ড, ফ্রেন্সো-মাদেরা-হ্যানফোর্ড, স্যাক্রামেন্টো-রোজভিলে এবং স্যান দিয়েগো-ছুলা ভিস্তা কার্লসব্যাড। দ্য স্যান জোসে-স্যান ফ্রান্সিসকো-অকল্যান্ড তালিকায় ১১তম অবস্থানে রয়েছে। এলএবাংলাটাইমস/ওএম