জালালাবাদ এ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার সাধারণ নির্বাচন ২০১৬-২০১৭ আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশনার আবুল হাসানাত রায়হান এক সাক্ষাৎকারে আমাদের প্রতিনিধিকে জানান,নির্বাচনের তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে। তিনি আরও জানান, নির্বাচন কমিশনার গন প্রধান নির্বাচন কমিশনার জনাব গোলাম কিবরিয়ার নেতৃত্বে জালালাবাদ এ্যাসোসিয়েশনের উপদেষ্টা মণ্ডলীর সাথে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য জনাব শিপার চৌধুরী, আহমেদ কবির,সালিক সোবহান, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, আব্দুল হাই এবং মোঃ আব্দুল হামিদ খোকন। বৈঠকে উপদেষ্টা মণ্ডলী নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় গত ২৯ নভেম্বর রবিবার সন্ধায় নির্বাচন কমিশনের সাথে বর্তমান ক্যাবিনেটের বৈঠক অনুষ্ঠিত হয়। বর্তমান প্রেসিডেন্ট জনাব মাহতাব আহমেদ ও সাধারণ সম্পাদক বদরুল চৌধুরী শিপলু সহ অন্যান্য ক্যাবিনেট সদস্য ভোটার রেজিস্ট্রেশন নিয়মাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ভোটার রেজিস্ট্রেশনের শেষ দিন ১৩ ডিসেম্বর ২০১৫ তারিখে ধার্য করা হয়েছে। ।