লস এঞ্জেলেস

ইরভাইন থেকে নিখোঁজ কিশোরকে খুঁজছে পুলিশ

ইরভাইন থেকে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) নিখোঁজ এক টিনএজ কিশোরকে খুঁজছে পুলিশ। ইরভাইন পুলিশ জানিয়েছে, নিখোঁজ কিশোরের নাম আলেজান্দ্রো জাভিয়ের রামিরেজ। তাকে সর্বশেষ সকাল ৮টায় নর্থউড হাই স্কুলে দেখা যায়। এরপর বিকাল ৪টা ১১ মিনিটের দিকে তাকে সর্বশেষ বাল্ডুউইন পার্কের কাছে রামোনা বুলেভার্দ অ্যান্ড ব্লাডউইন পার্ক বুলেভার্দে দেখা গেছে বলে ধারণা করা হচ্ছে। রাজিরেজ একজন হিস্প্যানিক। তার উচ্চতা ৫ ফিট ১১ ইঞ্চি। উচ্চতা ২০০ পাউন্ড, তার চুলের রঙ কালো এবং চোখের রঙ বাদামি। তাকে সর্বশেষ কালো ইয়ানকিস টুপি এবং কালো নাইকি শু পরিহিত দেখা গেছে। তার পিঠেও একটি কালো ব্যাগ ছিল। কারো কাছে এই সম্পর্কিত কোনো তথ্য থাকলে ইরভাইন পুলিশ ডিপার্টমেন্ট এর 949-724-7200 নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম