লস এঞ্জেলেস

বাইডেনের শিল্পকলা উপদেষ্টা কমিটিতে পাকিস্তানি বংশোদ্ভূত শাহিদ আহমেদ

প্রেসিডেন্ট জো বাইডেনের শিল্পকলাবিষয়ক উপদেষ্টা কমিটিতে নিয়োগ পেয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত শাহিদ আহমেদ খান। শুক্রবার (১২ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, ‘শাহিদ আহমেদ খান তাঁর পেশাগত জীবনে দুই দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়, বিশেষ করে এশিয়া ও মুসলিম বিশ্বের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। দক্ষিণ এশিয়ার বিভিন্ন সম্প্রদায় ও মার্কিন মুসলমানদের সঙ্গে গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে যুক্তরাষ্ট্রে মূল্যবোধ ও রীতিনীতিগুলো সামনের দিকে এগিয়ে নেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর।’ বাইডেনের উপদেষ্টা হিসেবে নিয়োগের পর এক সাক্ষাৎকারে শাহিদ আহমেদ খান বলেছেন, সাংস্কৃতিক বিভেদ মেটাতে শিল্পকলা একটি বড় শক্তি হিসেবে কাজ করে। এ কারণেই মার্কিন প্রেসিডেন্টের শিল্পকলা বিষয়ে উপদেষ্টা কমিটিতে নিয়োগ পেয়ে তিনি উচ্ছ্বসিত। যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়ার শিল্পকলার প্রসারে নজর দেবেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক পার্টির হয়ে গুরুত্বপূর্ণ নানা কাজের সঙ্গে যুক্ত ছিলেন শাহিদ আহমেদ খান। জো বাইডেনের নির্বাচনী প্রচারণায়ও যুক্ত ছিলেন তিনি। এলএবাংলাটাইমস/ওএম