লস এঞ্জেলেস

লস এঞ্জেলেস অলিম্পিকে থাকছে না ক্রিকেট

অলিম্পিকে দেখা যাবে ক্রিকেট এমন সাধ করে বসে থাকা ক্রিকেট প্রেমীদের জন্য খারাপ খবর। ২০২৮ সালের লস এঞ্জেলস অলিম্পিকে থাকছে না ক্রিকেট। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। একইসঙ্গে আইওসির তরফে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে এই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। ফলে অলিম্পিকে ক্রিকেট উপভোগ করার আশা এখন না করাই শ্রেয়। সব কিছু ঠিক ঠাক থাকলে ২০২৮ নাই হোক, তার পরের অলিম্পিক অর্থাৎ ২০৩২ সালের ব্রিসবেন অলিম্পিকে ক্রিকেট দেখা যেতে পারে। তেমনটা হলে ফের এক বার অলিম্পিকেও সেই প্রত্যাবর্তনের অপেক্ষায় ক্রিকেট। জানা গিয়েছে, আইসিসি বর্তমানে একটি নতুন অলিম্পিক কমিটি গঠন করছে। আইওসি ২০২২ সালের ফেব্রুয়ারিতে জানিয়েছিল যে, লস এঞ্জেলেস গেমসে মোট ২৮টি ক্রীড়া ইভেন্ট হবে। এবং তরুণদের কথা মাথায় রেখে “সম্ভাব্য নতুন খেলা” গুলিকেও যুক্ত করা হবে। প্যারিসে ১৯০০ সালের অলিম্পিক গেমসে, শুধুমাত্র গ্রেট ব্রিটেন এবং আয়োজক দেশ ফ্রান্স ক্রিকেট খেলায় অংশগ্রহণ করেছিল। আইওসির পক্ষ থেকে গত বছরের আগস্টে পর্যালোচনার জন্য বেছে নেওয়া অন্যান্য আটটি খেলার মধ্যে ক্রিকেট ছিল। বেসবল/সফটবল, পতাকা ফুটবল, ল্যাক্রোসে, ব্রেক ডান্সিং, ক্যারাটে, কিক বক্সিং, স্কোয়াশ এবং মোটরস্পোর্টও রাখা হয়েছিল।অলিম্পিকে অন্তর্ভুক্তির জন্য বিবেচনা করার জন্য আইওসির নীতি অনুসারে একটি খেলাকে অবশ্যই কিছু নির্দিষ্ট প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। ২০২২ সালের কমনওয়েলথ গেমসে মহিলাদের ক্রিকেটের সংযুক্তি হয়েছিল। তাতে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, বার্বাডোজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা অংশগ্রহণ করেছিল। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে মেয়েদের ক্রিকেটের সবকটি ম্যাচ এজবাস্টনে অনুষ্ঠিত হয়েছিল। অস্ট্রেলিয়া ফাইনালে ভারতকে হারিয়ে স্বর্ণপদক জিতেছিল। এবং রুপোর পদক পেয়েছিলেন ভারতের ক্রিকেটাররা। এলএবাংলাটাইমস/এজেড