মাতৃভুমির প্রতি মানুষের ভালোবাসা সহজাত বিষয় । ব্যাপারটা অন্যান্য জাতির চেয়ে বাঙ্গালীদের মধ্যে একটু বেশি। দূর দেশে থেকেও বাঙ্গালী প্রবাসীরাও এর বাইরে নয়। তাই জাতীয় এই দিনগুলো এলে উল্লাসে মেতে উঠেন প্রবাসীরা। তরুণ প্রজন্মের কাছে দেশকে এবং দেশের সংস্কৃতিকে তুলে ধরতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় গত ১৩ ই ডিসেম্বর ২০১৫ তারিখে লস এঞ্জেলেসের শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে অন্যতম প্রধান সাংস্কৃতিক সংগঠন উত্তরণ শিল্পী গোষ্ঠী বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করে । এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ৭টায়। উপস্থাপনা করেন জাগরণ শিল্পীগোষ্ঠীর
প্রতিষ্ঠাতা ড. আবুল হোসেন। শুরু তে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এসময় সবাই উঠে দাড়িয়ে সম্মান প্রদর্শন করে।
উত্তরণ শিল্পী গোষ্ঠী যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে , সেখানে আমেরিকায় বাংলাদেশের নতুন প্রজন্মরা দেশত্ববোধক গান পরিবেশন করে। সেখানে উপস্থিত বাংলাদেশী প্রজন্মের শিশু – কিশোররা বাংলাদেশের লাল-সবুজ রঙের পোশাক পড়ে ছিল। অনুষ্ঠানে আরও ছিল শিশু কিশোরদের প্রতিযোগিতা , ম্যাজিক শো, কৌতুকাভিনয়, নৃত্য ও স্থানীয় জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সঙ্গীত। বিশিষ্ট ম্যাজিশিয়ান জনাব এল এ এর জাদু প্রদর্শনী সবাইকে আনন্দিত করে।
উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে সকলের জন্য প্রবেশ উন্মুক্ত ছিল। সকল শ্রেণী পেশার বাংলাদেশী আমেরিকানরা সেখানে এসে বিজয় আনন্দ উপভোগ করেন। অনুস্থল পরিনত হয় বাঙ্গালীদের মিলন মেলায়। আয়োজকদের পক্ষ থেকে লস এঞ্জেলেসের সকল প্রবাসী দের মহান বিজয় দিবসের এ অনুষ্ঠান উপভোগ করে সফল করার জন্য ধন্যবাদ জানানো হয়।
এরই ধারাবাহিকতায় গত ১৩ ই ডিসেম্বর ২০১৫ তারিখে লস এঞ্জেলেসের শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে অন্যতম প্রধান সাংস্কৃতিক সংগঠন উত্তরণ শিল্পী গোষ্ঠী বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করে । এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ৭টায়। উপস্থাপনা করেন জাগরণ শিল্পীগোষ্ঠীর
প্রতিষ্ঠাতা ড. আবুল হোসেন। শুরু তে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এসময় সবাই উঠে দাড়িয়ে সম্মান প্রদর্শন করে।
উত্তরণ শিল্পী গোষ্ঠী যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে , সেখানে আমেরিকায় বাংলাদেশের নতুন প্রজন্মরা দেশত্ববোধক গান পরিবেশন করে। সেখানে উপস্থিত বাংলাদেশী প্রজন্মের শিশু – কিশোররা বাংলাদেশের লাল-সবুজ রঙের পোশাক পড়ে ছিল। অনুষ্ঠানে আরও ছিল শিশু কিশোরদের প্রতিযোগিতা , ম্যাজিক শো, কৌতুকাভিনয়, নৃত্য ও স্থানীয় জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সঙ্গীত। বিশিষ্ট ম্যাজিশিয়ান জনাব এল এ এর জাদু প্রদর্শনী সবাইকে আনন্দিত করে।
উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে সকলের জন্য প্রবেশ উন্মুক্ত ছিল। সকল শ্রেণী পেশার বাংলাদেশী আমেরিকানরা সেখানে এসে বিজয় আনন্দ উপভোগ করেন। অনুস্থল পরিনত হয় বাঙ্গালীদের মিলন মেলায়। আয়োজকদের পক্ষ থেকে লস এঞ্জেলেসের সকল প্রবাসী দের মহান বিজয় দিবসের এ অনুষ্ঠান উপভোগ করে সফল করার জন্য ধন্যবাদ জানানো হয়।