লস এঞ্জেলেস

লটারির টিকিট চুরি নিয়ে ক্যালিফোর্নিয়ায় তুলকালাম

প্রায় ২০০ কোটি ডলারের মার্কিন পাওয়ারবল লটারি বিজয়ীর বিরুদ্ধে টিকিট চুরির অভিযোগ উঠেছে ক্যালিফোর্নিয়ায়।যদিও ক্যালিফোর্নিয়ার লটারি কর্তৃপক্ষ বলছে, তারা সঠিক বিজয়ীকেই চিহ্নিত করেছে।  গত বছর নভেম্বরে লটারিটির টিকিট কিনেছিলেন ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এডউইন ক্যাস্ট্রো। কিন্তু এখন সেখানকারই বাসিন্দা জোসে রিভেরা দাবি করেছেন, লটারির টিকিট তার কাছ থেকে চুরি করেছেন এডউইন। তাই লটারির এই বিপুল অংকের অর্থ এখন নিজের বলে দাবি করছেন তিনি। ইতোমধ্যে আলহামব্রা শহরের আদালতে মামলা দায়ের করেছেন রিভেরা। দাবি করেছেন, তার কাছ থেকে টিকিটটি চুরি হয়েছিল। কিন্তু টিকিটটি কীভাবে ক্যাস্ট্রোর কাছে গেলো এ নিয়ে কিছু কোনও ব্যাখ্যা দিতে পারেননি। এ ঘটনায় তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া দেখাননি ক্যাস্ট্রো। তবে ক্যালিফোর্নিয়া লটারি কর্তৃপক্ষ বলছে, লটারির ফল প্রকাশের আগে তারা যাচাই করেই সঠিক বিজয়ীর নাম ঘোষণা করেছেন। মাত্র ২ ডলারের বিনিময়ে কেনা যায় পাওয়ারবল লটারির টিকিট। ১৯৯২ সাল থেকে যুক্তরাষ্ট্রের ৪৫ রাজ্যে এই লটারি চালু রয়েছে।  এলএবাংলাটাইমস/এজেড