লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী ছাত্রের মৃত্যু

ক্যালিফোর্নিয়া রাজ্যের ওকল্যান্ডে এক মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশী মেধাবী ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম আরিফ মোহাম্মদ (১৮)। রোববার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় ‘ডাবল হিট-এন্ড-রান’-এর শিকার হয়ে আরিফ মোহাম্মদ ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। স্থানীয় আলামেডা কাউন্টি করোনার অফিস দুর্ঘটনার শিকার নিউইয়র্কের বাসিন্দা আরিফ মোহাম্মদের পরিচয় শনাক্ত করেছে। পুলিশের বরাত দিয়ে এবিসি সেভেন নিউজ জানায়, একটি ভাড়ায়চালিত জীপকারে চড়ে আরিফ মোহাম্মাদ স্থানীয় লিংকন অ্যাভিনিউ পাড়ি দেয়ার সময় দক্ষিণ দিক থেকে আসা অন্য একটি গাড়ি তার গাড়িকে ধাক্কা দেয়। এসময় তার জিপকারটির স্টার্ট বন্ধ হয়ে যায়। ততক্ষণে ধাক্কা দেয়া গাড়িটি চলে যায়। এসময় আরিফ মোহাম্মদসহ দুই যাত্রী জীপকার থেকে নামলে অন্য একটি গাড়ি আরিফকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। দ্বিতীয়বার ধাক্কা দেয়া গাড়িটিও তাৎক্ষণিকভাবে পালিয়ে যায়। নিউইয়র্কভিত্তিক বার্তা সংস্থা ইউএনএ জানায়, অসম্ভব মেধাবী ছাত্র আরিফ মোহাম্মদ নিউইয়র্কের উডসাইড এলাকায় তার পরিবারের সাথে বসবাস করতো। তার বাবার নাম মোহাম্মদ মাইন উদ্দিন খোকন। আরিফ মোহাম্মদ পরিবারের বড় ছেলে ছিল। সে মামুন টিউটোরিয়ালে কোচিং করতো এবং নিউইয়র্কের স্পেশালাইজড শিক্ষা প্রতিষ্ঠান ব্রুকলীন টেক হাই স্কুল থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে ফুল স্কলারশীপ নিয়ে বোস্টনের নর্থইস্টার্ন ইউনিভার্সিটিতে ভর্তি হয়। এই ইউনিভার্সিটির অপর ক্যাম্পাস রয়েছে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে। এই ক্যাম্পাসে তার এক বছর অধ্যয়ন করার কথা ছিল। এলএবাংলাটাইমস/এজেড