লস এঞ্জেলেস

২০ ফেব্রুয়ারি শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে অমর একুশে উদযাপনের প্রস্তুতি

২১শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বেশ কয়েকটি সংগঠনের যৌথ উদ্যোগে নানা অনুষ্ঠানমালা আয়োজনের প্রস্তুতি চলছে। ২০ ফেব্রুয়ারি বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত শ্যাটু রিক্রিয়েশন সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানমালায় রয়েছে, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, পুষ্পদানে শ্রদ্ধানিবেদন ও প্রবাসী শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতি সন্ধ্যা।

মেলায় বিনামূল্যে যাবতীয় স্টলেরও সুব্যবস্থা রয়েছে।

অনুষ্ঠানের ফ্লায়ার সূত্রে প্রাপ্ত তথ্য মতে আয়োজক সংগঠনের মধ্যে রয়েছে, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিচেতনা, অপরাজিতা বিদ্যনিকেতন, ঘাতক দালাল নির্মুল কমিটি, বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটি, বাংলাদেশ মেলা কমিটি, বাংলাদেশ একাডেমি, লিটল বাংলাদেশ, ইম্প্রুভমেন্ট ইনক, শরিয়তপুর সমিতি, রাইটার্স এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া, বিদ্যা প্রকাশনী, লস এঞ্জেলেস বাংলা মাধ্যমিক স্কুল, ভয়েস অব আমেরিকা, বিক্রমপুর সমিতি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠি, ক্যালিফোর্নিয়া, বাংলাদেশ এসোসিয়েশন অব সান ডিয়াগো, বাংলাদেশ আমেরিকান শোবিজ কাউন্সিল, বাংলাদেশ আমেরিকান পলিটিক্যাল ্একশন কমিটি, বাংলাদেশী চিকিৎসক এসোয়েশন ক্যালিফোর্নিয়া, রিডার্স এন্ড রাইটার্স এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া, বাংলাদেশ এসোসিয়েশন অব ভ্যালি ও বাংলাদশ আওয়ামীলীগ, ক্যালিফোর্নিয়া।

(বি.দ্র. উপরোক্ত কোন সংগঠন যদি রেজিস্টার্ড নাও থাকে তাহলে এজন্য এলএ বাংলা টাইমস দায়ি নয়। সংগঠনের নামগুলো অনুষ্ঠানের ফ্লায়ার থেকে সংগৃহিত।)