লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসবাসীকে বসন্তের শুভেচ্ছা

আজ পয়লা ফালগুন। সবচে’ রঙিন ঋতু বসন্তের শুরু। শীতে ধুলোর সাগরে নুয়ে পড়া প্রকৃতির ক্লান্তি কেটে গেছে। গাছের কচি ডালে ছেড়েছে নতুন পাতা, গাছে গাছে সবুজ পাতা জেগে উঠছে আড়মোড়া ভেঙে। ফুলবাগানে রঙের ছড়াছড়ি, ফুটেছে রং বেরঙ্গের ফুল। দখিণা হাওয়া দোলা লেগেছে গাছে গাছে। ভোরের হালকা শীতল বাতসে ভর করেছে সোনারোদের একটুখানি উষ্ণতা। নরম উষ্ণতা গায়ে মেখে গলা সাধছে কোকিল। বসন্ত যে এসে গেছে!

ঋতুরাজ বসন্তের ছোঁয়ায় যৌবনা প্রকৃতির গায়ে যেনো জেগেছে শিহরণ। গাছে গাছে ফুটেছে রক্তশিমুল-পলাশ, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, নাগলিঙ্গম। বসন্ত বাতাস দোলা দিচ্ছে মনে-প্রাণে।

এলোপাথাড়ি বাতাসও ছন্দ তুলে নাচছে। ছন্দে তাল মেলাচ্ছে বসন্ত ফুলের সুবাস। হলদে-বাসন্তী ফুলে ছেয়ে যায় গাঁদা ফুলের গাছ। চন্দ্রমল্লিকা, ডালিয়া, মাধবীলতা আর সন্ধ্যামালতী নিজ নিজ রঙে সেজে ওঠে। কুসমকাননে প্রজাপতি আর ভ্রমরের আনাগোনা। ভালোবাসার এই তো শুরু!

বসন্ত শুধু একটি ঋতুই নয়, এটি ভালোবাসার প্রতীক। নতুন কুঁড়ি, নতুন চাঁদ, নতুন প্রেম, নতুন ভাবনা, নতুন উন্মাদনা আর নতুন উচ্ছ্বাস। পুরোনোকে নতুন করে রাঙিয়ে দিতে এসেছে বসন্ত।

বসন্তের আগমনে লস এঞ্জেলস প্রবাসী বাংলাদেশীসহ সবাইকে এলএ বাংলা টাইমসের পক্ষ থেকে নিরন্তর শুভেচ্ছা।

বসন্ত সবার জীবনে বয়ে আনুক পরম পূর্ণতা ও সুখ। বসন্ত বিরাজ করুক সবার মনে। কবির ভাষায় বলি-
আজি ফাগুন এসেছে, রঙিন হয়েছে ধরা
মুছে যাক সব দু:খ-গ্লানি, কেটে যাক ঝরা।