ক্ষমতার অপব্যবহার, যৌন হেনস্থা এবং মাদক সেবনের দায়ে গত পাঁচ মাসে লস এঞ্জেলেসের ৬৬ জন প্রবেশন অফিসারকে প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (১৩ মে) এই তথ্য জানিয়েছে দ্য লস এঞ্জেলেস কাউন্টি প্রবেশন ডিপার্টমেন্ট।
ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছে, জনসাধারণের মধ্যে প্রশাসনের উপর আস্থা আরও দৃঢ় করতে এই তথ্য জানানো হয়েছে। প্রায় ২ হাজার ৮০০ জন অফিসারের শৃঙ্খলা পর্যবেক্ষণের দায়িত্বে আছে সংস্থাটি।
প্রবেশন প্রধান গুইলারমো ভিয়েরা রোজা এক বিবৃতিতে বলেন, আমরা জনসাধারণকে জানাতে চাই কিশোর সংশোধন কেন্দ্রে আপনার সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বাত্মক কাজ করে যাচ্ছি।
গত জানুয়ারি মাসের ১ তারিখ থেকে এই অফিসারদের তাদের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ও কিশোর সংশোধন- উভয় কেন্দ্রের অফিসার রয়েছে।
অব্যাহতি পাওয়া ৬৬ জন অফিসারের মধ্যে ৩৯ জনকে সাধারণ অসাদাচরণের জন্য, অবৈধ বলপ্রয়োগ, শিশু হেনস্থা, মাদকের অপব্যবহারের জন্য অব্যাহতি পেয়েছে। এছাড়া ১৮ জন যৌন হয়রানি এবং অন্য নয়জন চাকরি বহির্ভূত কারণে অব্যাহতি পেয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম