লস এঞ্জেলেস

১০ এপ্রিল বর্ণমালার বর্ষবরণ ও বৈশাখী‌ মেলা

'সংগ্রা‌মে শা‌ন্তি‌তে প্রবা‌সে অামরা' এই স্লোগান‌কে সাম‌নে রে‌খে পথচলা লস এঞ্জে‌লে‌সের রিভারসাইড কাউ‌ন্টি বাংলা‌দে‌শি সামা‌জিক সংগঠন 'বর্ণমালা বাংলা‌দে‌শি রিভারসাইড কাউ‌ন্টি' বাংলা নববর্ষ ১৪২৩ উদযাপন কর‌তে যা‌চ্ছে। অাগামী ১০ এপ্রিল র‌বিবার মে রেঞ্চ এলি‌মেন্টা‌রি স্কুলের ও‌ডিট‌রিয়া‌মে (May Ranch Elementary School Auditoriam
@ 900 East Morgan St. Perris, CA 92571 ) নানা অা‌য়োজ‌নে এই বর্ষবর‌ণ ও বৈশাখী মেলার করে‌ছে সংগঠন‌টি।

দুপুর ২টা থে‌কে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠানমালায় থাক‌বে ব্যান্ড সংগীত, দেশীয় মুখ‌রোচক খাবা‌রের স্টল, রকমা‌রি পণ্য, শা‌ড়ি ও গহনার স্টল, শিশু‌দের জন্য বি‌শেষ অা‌য়োজন।
 
‌মেলার জন্য স্টল বরাদ্দ চল‌ছে।

‌মেলায় উপ‌স্থিত থাকার জন্য সবাই‌কে অামন্ত্রণ জা‌নি‌য়ে‌ছেন অা‌য়োজকরা।

‌মেলায় মিডিয়া পার্টনার এলএ বাংলাটাইমস।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন
রাজু ( 714-343-2896 )
হিমু ( 323-898-6147 )
শাহীন ( 714-348-4225)