লস এঞ্জেলেস

১৬ এপ্রিল লস এঞ্জে‌লে‌সে সার্বজনীন বৈশাখী মেলা

বাংলা নববর্ষ উপল‌ক্ষে অাগামী ১৬ এপ্রিল শ‌নিবার  লস এঞ্জে‌লে‌সে সার্বজনীন বৈশাখী মেলার অা‌য়োজন ক‌রেছ‌ে বেঙ্গলী অা‌মে‌রিকান হিন্দু সোসাই‌টি। মেলার স্থান: শ্যাটু রি‌ক্রি‌য়েশন সেন্টার।

‌মেলায় অা‌য়োজ‌নের ম‌ধ্যে র‌য়ে‌ছে ম‌নোজ্ঞ সাংস্কৃ‌তিক অনুষ্ঠান, শিশু‌দের চিত্রাংকন প্র‌তি‌যো‌গিতা এবং শাড়ী, চু‌ড়ি, গহনাসহ দেশীয় খাবা‌রের স্টল। মেলায় অরও থাক‌বে অাকর্ষণীয় র্য‌ফেল ড্র।

‌মেলায় সর্বস্ত‌রের প্রবাসী বাংলা‌দেশী‌দের অামন্ত্রণ জা‌নি‌য়ে‌ছেন অা‌য়োজক ক‌মি‌টি।