ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কাউন্টিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়েছে বাংলাদেশি সামাজিক সংগঠন 'বর্ণমালা'। এ উপলক্ষে গত ১০ এপ্রিল রবিবার স্থানীয় মে রেঞ্চ এলিমেন্টারি স্কুলের ওডিটরিয়ামে বর্ষবরণ ও বৈশাখী মেলার আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রাজু, হিমু ও শাহীন।
দুপুর ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, দেশীয় রকমারি পণ্য ও খাবারের স্টলসহ শিশুদের জন্য নানা আয়োজন।
আমেরিকান বাংলাদেশি শিশু নেহালের কোরআন তোলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে মেলায় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসীরা বৈশাখী সাজে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উপস্থাপনা করেন শাহীন ও খুশবো। নৃত্য পরিবেশন করেন ইমাসহ আরও অনেকে। সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পী হিমু, বিদ্যুৎ, ওমর ফারুক, শহীদ ও সাইফ কতুবি। ব্যান্ড সংগীত পরিবেশন করেন মাহতাব আজমী।
একটি নাটিকা পরিবেশনা করেন ইঞ্জিনিয়ার শহীদ আলম ও রশনী আলম। নাটকের নাম ‘ডিজিটাল ফকির কোম্পানি আই এন সি'। লেখা ও নির্দেশানা শহীদ আলম।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে গণীজনদের সংবর্ধনা দেয়া হয়। বিভিন্ন সামাজিক কাজে অবদান রাখায় চারজন গুণী ব্যক্তিকে ২০১৬ সালের বর্ণমালা সম্মানা দেয়া হয়। বর্ণমালার সহযোগিতার জন্য সম্মাননা দেয়া হয় শহিদুল আলম, ডা. রুবি হুসাইন ও ওমর ফারুককে। এবং কমিউনিটির সেবায় অবদানের জন্য সম্মাননা দেয়া হয় তরুণ সমাজসেবক ও এলএ বাংলাটাইমসের সিইও আব্দুস সামাদকে।
উল্লেখ্য, ২০১০ সাল থেকে অত্র এলাকায় নিয়মিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে আসছে সংগঠনটি। ‘সংগ্রামে শান্তিতে প্রবাসে আমরা’ এই স্লোগানকে সামনে রেখে প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মকে বাংলা সাহিত্য-সংস্কৃতির সাথে পরিচিত করে তুলতে কাজ করছে তারা।
দুপুর ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, দেশীয় রকমারি পণ্য ও খাবারের স্টলসহ শিশুদের জন্য নানা আয়োজন।
আমেরিকান বাংলাদেশি শিশু নেহালের কোরআন তোলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে মেলায় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসীরা বৈশাখী সাজে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উপস্থাপনা করেন শাহীন ও খুশবো। নৃত্য পরিবেশন করেন ইমাসহ আরও অনেকে। সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পী হিমু, বিদ্যুৎ, ওমর ফারুক, শহীদ ও সাইফ কতুবি। ব্যান্ড সংগীত পরিবেশন করেন মাহতাব আজমী।
একটি নাটিকা পরিবেশনা করেন ইঞ্জিনিয়ার শহীদ আলম ও রশনী আলম। নাটকের নাম ‘ডিজিটাল ফকির কোম্পানি আই এন সি'। লেখা ও নির্দেশানা শহীদ আলম।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে গণীজনদের সংবর্ধনা দেয়া হয়। বিভিন্ন সামাজিক কাজে অবদান রাখায় চারজন গুণী ব্যক্তিকে ২০১৬ সালের বর্ণমালা সম্মানা দেয়া হয়। বর্ণমালার সহযোগিতার জন্য সম্মাননা দেয়া হয় শহিদুল আলম, ডা. রুবি হুসাইন ও ওমর ফারুককে। এবং কমিউনিটির সেবায় অবদানের জন্য সম্মাননা দেয়া হয় তরুণ সমাজসেবক ও এলএ বাংলাটাইমসের সিইও আব্দুস সামাদকে।
উল্লেখ্য, ২০১০ সাল থেকে অত্র এলাকায় নিয়মিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে আসছে সংগঠনটি। ‘সংগ্রামে শান্তিতে প্রবাসে আমরা’ এই স্লোগানকে সামনে রেখে প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মকে বাংলা সাহিত্য-সংস্কৃতির সাথে পরিচিত করে তুলতে কাজ করছে তারা।