বিশিষ্ট শিক্ষাবিদ ও সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. রর্ফিক আহমদ-এর যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে জালালাবাদ এ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উদ্যোগে এক সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ ই নভেম্বর ( রবিবার) লস এঞ্জেলেসের আনার বাগ রেস্টুরেন্টে এই সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। জালালাবাদ এ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার সভাপতি মাহতাব আহমদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি বদরুল চৌধুরী শীপলুএর পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জনাব আবুল হাসনাত রায়হান, ফারিস আলী,জুনেল আহমদ ও আবদুল মুনিম।সংবর্ধিত অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো. রর্ফিক আহমদ তাঁর শিকতা জীবনের অভিজ্ঞতা বর্ণনা করে বাংলাদেশি কমিউনিটিকে পরিবারের মূল্যবোধের উপর উপদেশ দেন। সব কিছুতে পরিবারের সবাইকে নিয়ে সিদ্ধান্ত নেয়া, সন্তানদের সাথে বন্ধুসুলভ ব্যবহারের মাধ্যমে তাদেরকে গড়ে তোলা এবং হালাল উপার্জনের চেষ্টা করা ইত্যাদি বিষয়ে তিনি উপদেশমূল বক্তব্য রাখেন। এছাড়াও তিনি প্রবাসে বাংলাদেশের নাম সুনাম বৃদ্ধির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। প্রবাসীরা পরস্পরে সবধরণের দলাদলী ও সংঘাত থেকে মুক্ত থেকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকবেন বলে তিনি আশা প্রকাশ করেন ।অনুষ্ঠান চলাকালে সিলেটের প্রবীণ আইনজীবী হামিদ বখত চৌধুরী সাহেবের মৃত্যু সংবাদ পাওয়া যায়। তৎক্ষণাৎ উনার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।