দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আগামী সপ্তাহে আরও বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস (NWS)। তবে বর্তমান নিম্নচাপের কারণে সৃষ্ট শুষ্ক ও ঠাণ্ডা আবহাওয়া অন্তত বৃহস্পতিবার পর্যন্ত স্থায়ী থাকবে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে এই বৃষ্টিপাত হতে পারে। তবে পূর্ববর্তী সপ্তাহান্তের প্রবল ঝড়ের তুলনায় এবারের বৃষ্টিপাত অপেক্ষাকৃত কম হবে। সামগ্রিকভাবে এক চতুর্থাংশ ইঞ্চি থেকে এক ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যদিও উঁচু অঞ্চলে বৃষ্টির পরিমাণ আরও বেশি হতে পারে।
NWS-এর আবহাওয়াবিদ লিসা ফিলিপস জানিয়েছেন, 'গতবারের নিম্নচাপটি অত্যন্ত ঠাণ্ডা ছিল, যার ফলে বজ্রপাত ও প্রবল বৃষ্টি হয়েছিল, যা ভূমিধসের কারণ হতে পারে। কিন্তু এবারের সিস্টেমটি তুলনামূলকভাবে উষ্ণ, তাই সেই মাত্রার ঝুঁকি কম থাকবে'।
গত সপ্তাহান্তের ঝড়ে অনেক গাড়িচালক ক্যালিফোর্নিয়ার পাহাড়ি অঞ্চলে আটকে পড়েন। এছাড়া মালিবু ও প্যালিসেডস অঞ্চলে আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়। একইসঙ্গে মাটি ও ধ্বংসাবশেষ পড়ে যাওয়ার কারণে প্যাসিফিক কোস্ট হাইওয়ে থেকে গ্র্যান্ড ভিউ ড্রাইভ পর্যন্ত টোপাঙ্গা ক্যানিয়ন বুলেভার্ড সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।
আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, 'আগামী সপ্তাহের বৃষ্টিপাতের নির্দিষ্ট পরিমাণ ও সময়সূচি এখনো অনিশ্চিত। তবে “মাঝারি থেকে ভারী মাত্রার বৃষ্টিপাত এবং উচ্চ প্রবাহের ঝুঁকি কিছুটা হলেও রয়েছে'।
তবে এর আগে, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে সান্তা বারবারার উত্তরাঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে NWS।
এলএবাংলাটাইমস/ওএম