পবিত্র রমজান মাস উপলক্ষে বার্ষিক ইফতার মাহফিল আয়োজন করেছে মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা)। আগামী ১২ জুন রবিবার শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে (3191 W 4th street, Los Angeles, CA 90020)এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে সকল ধর্মপ্রাণ মুসলমানদের আমন্ত্রণ জানিয়েছে সংগঠনটি।
উল্লেখ্য, একই দিন বিকেল ৬টায় রমজান ও কোরআনের উপর শিশুকিশোরদের নিয়ে এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে আকর্ষণীয় পুরস্কার থাকবে।
উল্লেখ্য, একই দিন বিকেল ৬টায় রমজান ও কোরআনের উপর শিশুকিশোরদের নিয়ে এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে আকর্ষণীয় পুরস্কার থাকবে।