লস এঞ্জেলেস

লস এ‌ঞ্জে‌লে‌সে মুনা'র ইফতার মাহ‌ফিল ১২ জুন।

প‌বিত্র রমজান মাস উপল‌ক্ষে বা‌র্ষিক ইফতার মাহ‌ফিল আ‌য়োজন ক‌রে‌ছে মুস‌লিম উম্মাহ অব নর্থ আ‌মে‌রিকা (মুনা)। আগামী ১২ জুন র‌বিবার শ্যাটো রি‌ক্রি‌য়েশন সেন্টা‌রে  (3191 W 4th street, Los Angeles, CA 90020)এই ইফতার মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হ‌বে। এ‌তে সকল ধর্মপ্রাণ মুসলমান‌দের আমন্ত্রণ জা‌নি‌য়ে‌ছে সংগঠন‌টি।

উ‌ল্লেখ্য, এক‌ই দিন বি‌কেল ৬টায় রমজান ও কোরআ‌নের উপর শিশু‌কি‌শোর‌দের নি‌য়ে এক কুইজ প্র‌তি‌যো‌গিতা অন‌ু‌ষ্ঠিত হ‌বে। এ‌তে  আকর্ষণীয় পুরস্কার থাক‌বে।