লস এঞ্জেলেস

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গরম অব্যাহত

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপমাত্রা এই সপ্তাহে আরও বাড়তে পারে, কিছু এলাকায় পারদ ৯০ ডিগ্রিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, সোমবার স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকবে। বুধবার হবে সপ্তাহের সবচেয়ে গরম দিন, তবে শুক্রবার থেকে সপ্তাহজুড়ে বড় ধরনের তাপমাত্রার পতন হতে পারে। সোমবার লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে রোদেল্লা আবহাওয়ার সাথে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৭৬ ডিগ্রি। বুধবার তাপমাত্রা বাড়তে পারে ৮০-এর কোঠায়। ভ্যালি এবং ইনল্যান্ড এম্পায়ারে সোমবার বায়ু প্রবাহের সাথে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৮২ ডিগ্রি। মঙ্গলবার একই ধরনের আবহাওয়া বজায় থাকবে, তবে বুধবার তাপমাত্রা ৯০ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। সোমবার সমুদ্র সৈকত এলাকাগুলোতে সকালে কুয়াশা এবং বিকেলে রোদেলা আবহাওয়া থাকবে, সর্বোচ্চ তাপমাত্রা ৭০ ডিগ্রি। বুধবার তা বেড়ে ৮৫ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে। পর্বতমালায় সোমবার থাকবে রোদেলা আবহাওয়া, যেখানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা হবে ৬৪ ডিগ্রি এবং রাতে তা কমে ৩৪ ডিগ্রি পর্যন্ত নেমে আসবে। মরুভূমি এলাকায় সোমবার বাতাসের সাথে সর্বোচ্চ তাপমাত্রা হবে ৭৯ ডিগ্রি। পাম স্প্রিংস-এ তাপমাত্রা পৌঁছাবে ৮৮ ডিগ্রিতে।

এলএবাংলাটাইমস/ওএম