সান ডিয়েগো কাউন্টিতে মঙ্গলবার পুলিশ একটি গাড়ি ধাওয়া করতে গিয়ে তার ট্রাঙ্কে এক নারীর মরদেহ উদ্ধার করেছে।
এল কাহোন পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, ওইদিন বিকাল ৫টার দিকে মাদিসন ও ম্যাগনোলিয়া অ্যাভিনিউ এলাকার কাছে একটি সম্ভাব্য অপহরণের ঘটনার খবর পায় তারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর সন্দেহভাজন গাড়ির সন্ধান পায়, কিন্তু চালক পুলিশ দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এরপর পুলিশের সাথে ধাওয়ার মধ্যে সন্দেহভাজন গাড়িটি দুটি গাড়ির সাথে সংঘর্ষে পড়ে এবং চালক পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।
গাড়ির তল্লাশিতে পুলিশ একটি নারীর মরদেহ ট্রাঙ্কে পায়। নারীর পরিচয় এবং সন্দেহভাজন ব্যক্তির সাথে তার সম্পর্ক সম্পর্কে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম