লস এঞ্জেলেস

মুক্তিযোদ্ধা গোলাম সাজ্জাদকে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানালো বাংলাদেশ কনসুলেট এবং কমিউনিটি বাসী

গত ৬ই জুন মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে নিহত প্রবাসী বীর মুক্তিযোদ্ধা গোলাম সাজ্জাদকে বিদায় জানালো লসএন্জেলেস্থ কনসুলেট জেনারেল অব বাংলাদেশ ৷ গোলাম সাজ্জাদ ১৯৭১ রে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের কুচবিহার থেকে ট্রেনিং নিয়ে ৮ নং সেক্টরে মেজর জেনারেল মঞ্জুরের নেতৃত্বে যুদ্ধে অংশ নেন ৷ তিনি ৫ ভাই ও ৪ বোনের মধ্য সবার বড় ছিলেন ৷ তার ছোট ভাই গোলাম আজাদ মুক্তিযুদ্ধে সাহসিকতার পুরস্কার হিসাবে বীরপ্রতিক খেতাব পান ৷
 
কনসাল জেনারেল প্রিয়তোষ সাহার নেতৃত্বে কনসুলেটের পক্ষ থেকে মরদেহে বাংলাদেশের জাতীয় পতাকা মুড়ে দিয়ে সেলুট প্রদান করা হয় ৷ ভাইসকনসাল আব্দুল মালেক শ্রদ্ধাবাণী পাঠ করেন ৷ এছাড়া শোক প্রকাশ করে বক্তব্য দেন কনসাল প্রিয়তোষ সাহা,ভাইস কনসাল মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী,মুক্তিযোদ্ধা জাহিদুল হক জামি,কমিউনিটি নেতা মমিনুল হক বাচ্চু,সোহেল রহমান বাদল এবং ফিরোজ আলম ৷
সর্বশেষে নিহতের নামাজে জানাজা শেষে মরদেহ বাংলাদেশের উদ্দ্যেশ্যে পাঠিয়ে দেওয়া হয় ৷