লস এঞ্জেলেস

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে লস এঞ্জেলেসে হাজারো মানুষের বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হাজারো মানুষ লস এঞ্জেলেসের ডাউনটাউনে বিক্ষোভ মিছিলে অংশ নেয়। বিশ্বব্যাপী পালিত এই দিবসের অংশ হিসেবে সকাল ১০টায় পার্শিং স্কয়ার (৫৩২ এস. অলিভ স্ট্রিট) থেকে বিক্ষোভ শুরু হয় এবং সেখান থেকে মিছিলটি সিটি হলের দিকে অগ্রসর হয়। এই কর্মসূচির আয়োজক উইমেনস মার্চ ফাউন্ডেশন, যেখানে বক্তৃতা, সঙ্গীত পরিবেশনা এবং নারীর অধিকার রক্ষায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়। বক্তৃতায় শ্রম অধিকারকর্মী ডলোরেস হুয়ার্তা নারীদের প্রতি অসম্মানজনক আচরণ করা কর্পোরেশনগুলোকে বর্জন করার আহ্বান জানান। সমাবেশে অংশগ্রহণকারীরা সাম্প্রতিক সময়ে নারীর প্রজনন অধিকার, বৈচিত্র্য, সমতা এবং অন্তর্ভুক্তির (DEI) ওপর আঘাতের বিরুদ্ধে প্রতিবাদ জানান। অংশগ্রহণকারী অ্যাঞ্জি অটিঙ্গার বলেন, "আমরা পেছনের দিকে যাচ্ছি, তাই আমাদের যতটা সম্ভব লড়াই চালিয়ে যেতে হবে। আমার সন্তানরা যেন এখনকার চেয়ে খারাপ পৃথিবীতে না বড় হয়, তা নিশ্চিত করতেই আমাদের লড়াই করতে হবে।" পরবর্তী প্রজন্মকে প্রতিবাদের গুরুত্ব শেখাতে জেনিফার গুথরি তার ১০ বছর বয়সী দুই কন্যা ওলিভিয়া ও লিলিয়ানকে নিয়ে এই মিছিলে অংশ নেন। তার কন্যা লিলিয়ান বলেন, "আমি সবার অধিকার ও সুখী পৃথিবীর জন্য এখানে এসেছি।" যদিও আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চ পালিত হয়, তবু অংশগ্রহণকারীরা জানিয়েছেন যে তারা প্রতিদিন নারীর সমান অধিকার ও ন্যায়ের জন্য লড়াই চালিয়ে যাবেন। রুবি সিম্পকিন্স বলেন, "আমরা ততদিন পর্যন্ত লড়াই চালিয়ে যাব, যতদিন না বিশ্ব এক হয় এবং ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়ার পরিবেশ গড়ে ওঠে প্রতিটি জাতি ও বর্ণের মানুষের মধ্যে।" বিস্তারিত জানতে ভিজিট করুন: womensmarchfoundation.org   এলএবাংলাটাইমস/ওএম