লস এঞ্জেলেস

দুই শক্তিশালী ঝড়ের আঘাতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা

এই সপ্তাহে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় পরপর দুটি ঝড় আঘাত হানতে চলেছে, যার ফলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রথম ঝড়টি সোমবার রাত থেকে মঙ্গলবার সকালে আঘাত হানবে। লস এঞ্জেলেসের অধিকাংশ এলাকায় এতে আধা ইঞ্চিরও কম বৃষ্টিপাত হতে পারে। “বিকেলের দিকে কিছু জায়গায় হালকা বৃষ্টি থাকতে পারে, তবে সন্ধ্যার মধ্যে তা কমে আসবে,” বলেছেন কেটিএলএ’র আবহাওয়া উপস্থাপক কেসি মন্টোয়া। “এরপর বুধবার পর্যন্ত আবহাওয়া কিছুটা স্বাভাবিক থাকবে।” তবে দ্বিতীয় ঝড়টি আরও শক্তিশালী হবে এবং এটি বুধবার বিকেলের পর আঘাত হানবে। মধ্যরাতের পর বৃষ্টি সবচেয়ে বেশি হতে পারে, সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। "বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত কয়েক ঘণ্টা প্রবল বৃষ্টিপাত হবে," জানিয়েছেন মন্টোয়া। সৈকতীয় অঞ্চল এবং উপত্যকায় ১ থেকে ২ ইঞ্চি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। লস এঞ্জেলেসের জাতীয় আবহাওয়া দফতর বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্যা সতর্কতা জারি করেছে। সতর্কবার্তায় বলা হয়েছে, “অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে নদী, খাল, নিচু এলাকা এবং বন্যাপ্রবণ জায়গাগুলোতে জলাবদ্ধতা দেখা দিতে পারে। সাম্প্রতিক দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকায় ধ্বংসাবশেষ প্রবাহিত হওয়ার ঝুঁকিও রয়েছে। পর্বতের নিচের কিছু এলাকায় আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে।” এই ঝড়ের ফলে তুষারপাতে ৩,০০০ ফুট উচ্চতায় বরফ পড়তে পারে। মন্টোয়া জানিয়েছেন, ৫,০০০ ফুটের ওপরে কয়েক ইঞ্চি বরফ পড়বে, আর ৬,০০০ ফুটের ওপরে ১ থেকে ২ ফুট পর্যন্ত তুষারপাত হতে পারে। “স্কি রিসোর্টগুলোর জন্য এটি সুখবর,” বলেছেন তিনি। কেটিএলএ’র কার্লোস সৌসেদো সোমবার সন্ধ্যায় জাতীয় আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ রোজ শোইনফিল্ডের সঙ্গে কথা বলেন। শোইনফিল্ড জানান, ইটন ও প্যালিসেডসের দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে স্বল্পমাত্রার বৃষ্টিপাতও মারাত্মক প্রভাব ফেলতে পারে। “সাম্প্রতিক দাবানলের স্থানে বিপজ্জনক ধ্বংসাবশেষ প্রবাহের সম্ভাবনা রয়েছে। এছাড়া, বজ্রপাত হলে বিদ্যুৎ চমক, ছোট আকারের শিলাবৃষ্টি, প্রবল বাতাস ও পাহাড়ি তুষারপাত হতে পারে,” বলেন শোইনফিল্ড। শুক্রবার আকাশ পরিষ্কার হয়ে যাবে, তবে দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী সামনে আরও একটি ঝড়ের সম্ভাবনা রয়েছে। এলএবাংলাটাইমস/ওএম