লস এঞ্জেলেস

লস এঞ্জেলেস কাউন্টির বাসিন্দাদের জন্য কর ফাইলিংয়ের সময়সীমা বাড়ানো হয়েছে

লস এঞ্জেলেস এলাকায় ভয়াবহ দাবানলের কারণে এই বছর কাউন্টির সকল বাসিন্দা এবং ব্যবসার মালিকদের জন্য ফেডারেল এবং রাজ্য আয়কর দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে। সাধারণত ১৫ এপ্রিল নির্ধারিত এই সময়সীমা এখন বাড়িয়ে ১৫ অক্টোবর, ২০২৫ পর্যন্ত করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজস্ব সংস্থা (আইআরএস) এবং ক্যালিফোর্নিয়ার গভর্নরের কার্যালয়। আইআরএসের এক বিবৃতিতে বলা হয়েছে, "১৫ অক্টোবর, ২০২৫ সালের সময়সীমা সেই সকল ব্যক্তির জন্য প্রযোজ্য, যাদের আয়কর রিটার্ন এবং অর্থপ্রদান সাধারণত ১৫ এপ্রিল, ২০২৫-এ জমা দেওয়ার কথা ছিল। এই ছাড় ২০২৪ সালের জন্য নির্ধারিত কর প্রদানের ক্ষেত্রেও প্রযোজ্য, যার নির্ধারিত সময় ছিল ১৫ জানুয়ারি, ১৫ এপ্রিল, ১৬ জুন এবং ১৫ সেপ্টেম্বর, ২০২৫। এছাড়াও, ৭ জানুয়ারি, ২০২৫ থেকে ২২ জানুয়ারি, ২০২৫-এর মধ্যে পরিশোধযোগ্য পে-রোল ও এক্সসাইজ ট্যাক্স জমার ক্ষেত্রে আরোপিত জরিমানা মওকুফ করা হবে যদি পরিশোধ ২২ জানুয়ারির মধ্যে সম্পন্ন হয়।" আইআরএসের সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে, ক্যালিফোর্নিয়া ফ্র্যাঞ্চাইজি ট্যাক্স বোর্ডও (এফটিবি) ঘোষণা করেছে যে, লস এঞ্জেলেস কাউন্টির সকল বাসিন্দার জন্য রাজ্য কর দাখিলের সময়সীমাও ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ প্রসঙ্গে ক্যালিফোর্নিয়ার রাজ্য কন্ট্রোলার এবং এফটিবির চেয়ার মালিয়া এম. কোহেন এক বিবৃতিতে বলেন, "আমাদের রাজ্য সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলের সম্মুখীন হয়েছে, যা বহু প্রাণহানি ঘটিয়েছে, হাজারো পরিবারকে বাস্তুচ্যুত করেছে এবং সম্পূর্ণ সম্প্রদায়কে ধ্বংসস্তূপে পরিণত করেছে। আমার হৃদয় তাদের জন্য ব্যথিত, যারা এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। দয়া করে জানবেন, আপনি একা নন। এই কঠিন সময়ে আমি নিশ্চিত করতে চাই যে ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা যথাযথ সহায়তা পাবেন, যা এফটিবির মাধ্যমে দেওয়া বিভিন্ন দুর্যোগ সহায়তা সংস্থার মাধ্যমে সহজলভ্য।" এলএবাংলাটাইমস/ওএম